চট্টগ্রাম নিশ্চিতভাবেই অর্থনৈতিক হাবে পরিণত হবে: থাই রাষ্ট্রদূত

ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ বিশেষ করে চট্টগ্রাম নিশ্চিতভাবেই অর্থনৈতিক হাবে (কেন্দ্র) পরিণত হবে বলে অভিমত ব্যক্ত করেছেন বাংলাদেশে নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূত অরুনরং ফথং হমফ্রেস। দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মাহবুবুল আলমের সাথে বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারস্থ চেম্বার কার্যালয়ে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এ অভিমত ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় চেম্বার সভাপতি মাহবুবুল আলম দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিতে কানেক্টিভিটির উপর গুরুত্বারোপ করেন। তিনি চট্টগ্রাম বন্দর ও থাইল্যান্ডের রেনং বন্দরের মধ্যে সরাসরি সমুদ্র যোগাযোগ স্থাপনের মাধ্যমে দ্বিপাক্ষিক বাণিজ্যকে আরো দ্রুততর ও সাশ্রয়ী করা সম্ভব বলে মন্তব্য করেন। বাংলাদেশ থেকে বিশেষ করে চট্টগ্রাম থেকে প্রচুর সংখ্যক পর্যটক ও চিকিৎসা প্রত্যাশী থাইল্যান্ড গমন করে থাকেন। এসব গমনেচ্ছুদের জন্য ‘অন এ্যারাইভাল ভিসা’ পদ্ধতি চালু করার বিষয় বিবেচনা করার জন্য রাষ্ট্রদূতকে অনুরোধ জানান মাহবুবুল আলম । তিনি বর্তমানে চট্টগ্রাম-ব্যাংকক রুটে কোন বিমান চলাচল করছে না উল্লেখ করে অতি দ্রুত এ রুটে থাই এয়ারওয়েজের বিমান পরিচালনার লক্ষ্যে রাষ্ট্রদূতের হস্তক্ষেপ কামনা করেন।একই সাথে মিরসরাই ইকনোমিক জোনে থাই বিনিয়োগ প্রত্যাশা করেন চেম্বার সভাপতি মাহবুবুল আলম ।

সভায় দ্বিপাক্ষিক ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি এবং অর্থনৈতিক কূটনীতি জোরদার করা তার সরকারের অন্যতম লক্ষ্য বলে জানান থাই রাষ্ট্রদূত অরুনরং ফথং হমফ্রেস। তিনি এক্ষেত্রে উভয় দেশের জনগণ ও বেসরকারি খাতের উদ্যোক্তাদের মধ্যে যোগাযোগ বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন। রাষ্ট্রদূত অরুনরং ফথং হমফ্রেস সরাসরি সমুদ্র পথে যোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে এ ব্যাপারে উভয় সরকারকে একযোগে কাজ করতে হবে বলে মত প্রকাশ করেন। বর্তমানে ৩-৪দিনের মধ্যে ভিসা ইস্যু করা হচ্ছে জানিয়ে এ পদ্ধতি আরো উন্নত করা হচ্ছে বলে তিনি জানান।

এ সময় চেম্বার পরিচালকবৃন্দ মো. অহীদ সিরাজ চৌধুরী (স্বপন),অঞ্জন শেখর দাশ, বেনাজির চৌধুরী নিশান, মো. শাহরিয়ার জাহান, তাজমীম মোস্তফা চৌধুরী ও সাকিফ আহমেদ সালাম, থাই অনারারী কনসাল ও চেম্বারের সাবেক সভাপতি আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী, দূতাবাসের সেকেন্ড সেক্রেটারি পিচায়া অ্যাডসাকুল ও পলিটিক্যাল অ্যাসিস্ট্যান্ট মো. সানভিরাজ হাসান (নিলয়) উপস্থিত ছিলেন।

এমএ/এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!