চট্টগ্রামে সাক্ষরতা দিবসে রোটারি লিটারেসি সেমিনার অনুষ্ঠিত

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে রোটারি লিটারেসি সেমিনার ২০২২ অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বিকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আজাদী সম্পাদক এমএ মালেক।

রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট-৩২৮২ আয়োজিত এই সেমিনারে সার্বিক সহযোগিতায় ছিল রোটারি ক্লাব অফ চিটাগাং আপটাউন।

সেমিনার প্রোগ্রাম চেয়ার রোটারি ক্লাব অব চিটাগাং আপটাউনের চাটার্ড প্রেসিডেন্ট রোটারিয়ান মুবিনুল হক মুবিনের সঞ্চালনায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট-৩২৮২ এর গভর্নর রোটারিয়ান রুহেলা খান চৌধুরী, বান্দরবান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিশিষ্ট সমাজবিজ্ঞানী রোটারিয়ান পিপি প্রফেসর এএফ ইমাম আলী, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক অধ্যক্ষ রোটারিয়ান পিপি প্রফেসর ডা. ইমরান বিন ইউনুস, বেসরকারি সংস্থা ঘাসফুলের চেয়ারম্যান ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট মেম্বার ড. মঞ্জুর উল আমিন চৌধুরী, চট্টগ্রাম বিভাগীয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক ড. শফিকুল ইসলাম।

সেমিনারে ‘সমাজ উন্নয়নে শিক্ষা ও সাক্ষরতার গুরুত্ব রোটারি ভূমিকা’ নিয়ে আলোচনা করেন বক্তারা।

সেমিনারে বক্তারা বলেন, দেশের প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে এখনও অনেকে স্বাক্ষর করতে জানেন না। যার কারণে নানাভাবে তারা জালিয়াতির শিকার হচ্ছে। নিরক্ষতার কারণে নিরীহ মানুষ চেক জালিয়াতির মতো মামলায় ফেঁসে যাচ্ছেন। তাই নিরক্ষরমুক্ত সমাজ গড়া প্রয়োজন। রোটারি ক্লাব অফ চিটাগাং আপটাউন নিরক্ষরতা নিয়ে কাজ করছে।

বক্তারা বলেন, নিরক্ষরের সংজ্ঞা সময়ের প্রয়োজনে বদলায়। আগে শুধু নিজের স্বাক্ষর করতে জানলেই তাকে নিরক্ষর বলতো না। এখন নিরক্ষর বলা হচ্ছে, জীবনের প্রয়োজন যা দরকার, তা শিখতে না পারাটাই এখন নিরক্ষরতা। মানে বর্তমানে মোবাইল ও ইন্টারনেট ব্যবহার করতে জানা অত্যন্ত জরুরি। সাধারণত বয়স্করা মোবাইল বা ইন্টারনেট ব্যবহার করতে জানেন না। ব্যবহার করতে না জানাও নিরক্ষরতা। যিনি লিখতে ও পড়তে পারে, তিনি দেশ-বিদেশের জ্ঞান অর্জন করতে পারে। সুতরাং নিরক্ষরমুক্ত সমাজ গঠনের বিকল্প নেই।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!