চকরিয়ায় প্রবাসীদের ঘরে খাবার দিয়ে আসছেন মেয়র আলমগীর

করোনা পরিস্থিতিতে খাবার সংকটে পড়া প্রবাসীদের ঘরে ঘরে গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছেন চকরিয়া পৌরসভার মেয়র মো. আলমগীর চৌধুরী।

রোববার (১২ এপ্রিল) তিনি নিজে প্রবাসীদের বাড়িতে গিয়ে এ খাদ্যসামগ্রী তুলে দেন। এসব খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে- ১০ কেজি চাল, ২ কেজি পিঁয়াজ, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি ডাল, ২ কেজি আলু ও জীবাণু সুরক্ষার ১টি সাবান।

এ প্রসঙ্গে মেয়র আলমগীর চৌধুরী বলেন, দেশে দেশে করোনার প্রাদুর্ভাবে এক মহাসংকটের সৃষ্টি হয়েছে। বাংলাদেশেও বাড়ছে দিন দিন করোনা রোগীর সংখ্যা। তেমনি প্রবাসী ভাইয়েরা তাদের পরিবার নিয়ে নানা রকম দুশ্চিন্তা ও আতঙ্কে আছেন। এছাড়া খাদ্য সংকটে ভুগছেন অনেকে পরিবার। তাই প্রবাসীদের পরিবারের দুর্দশার কথা চিন্তা করে এবং অসহায় প্রবাসীদের পরিবারে পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিলাম।

তিনি বলেন, সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের এই সংকটময় মুহূর্তে এগিয়ে আসা দরকার।

এসএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!