চকবাজারে নারীর রহস্যজনক মৃত্যু

চট্টগ্রাম নগরীর চকবাজারে দিলরুবা ইসলাম সন্ধী নামে এক নারীর রহস্যজনক মৃত্যু হয়েছে। যদিও পুলিশ বলছে, শ্বাসকষ্টজনিত কারণে মৃত্যু হয়েছে তার।

সন্ধী (২৭) বেসরকারি কোম্পানি নেসলেতে কর্মরত ছিলেন। তার একটি কন্যা সন্তানও রয়েছে।

বুধবার (১৩ ডিসেম্বর) রাতে চকবাজারের ভাড়া বাসা থেকে চট্টগ্রাম মেডিকেলে নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে বলে জানায় পুলিশ।

জানা গেছে, তিন মাস ধরে দিলরুবার সঙ্গে তার স্বামী তন্ময় সাদ্দামের যোগাযোগ ছিল না। তাদের মধ্যে পারিবারিক কলহ ছিল। তিন মাস আগে ঢাকায় মেঘনা গ্রুপে কর্মরত ছিলেন দিলরুবা। এরপর থেকে চট্টগ্রামে চলে আসেন তিনি।

দিলরুবার স্বামী তন্ময় সাদ্দাম চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, তিন মাস আগে থেকেই সে (দিলরুবা) চাকরির কারণে চট্টগ্রামে রয়েছে। নিজের স্বাধীনতার জন্য সে চট্টগ্রামে গিয়েছে। এটি নিয়ে আমি তাকে অনেক বুঝিয়েছি। এরপর আমার সঙ্গে তার যোগাযোগ ছিল না। আমার মেয়ে আমার সঙ্গে খুলনায় থাকে। কীভাবে তার মৃত্যু হয়েছে জানি না। তবে শুনেছি শ্বাসকষ্টজনিত কারণে তার মৃত্যু হয়েছে।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালী উদ্দিন আকবর চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘পোস্টমর্টেম রিপোর্ট আসার পর মৃত্যুর কারণ জানা যাবে।’

আরএম/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!