গায়ে জ্বর-সর্দি, ৩৩ রোগীকে আনা হল লামা স্বাস্থ্য কমপ্লেক্সে

বান্দরবানের লামা উপজেলার সদর ইউনিয়নের দুর্গম লাইল্যা মুরুং পাড়ায় অজ্ঞাত রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। ইতোমধ্যে এ রোগে আক্রান্ত হয়ে দুতিয়া মুরুং (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া পাড়ার শিশুসহ আরও ৩৩ নারী-পুরুষ আক্রান্ত হয়েছে।

সোমবার (১৬ মার্চ) দুপুরে লামা সদর ইউনিয়ন পরিষদ, স্থানীয় লোকজন ও সেনাবাহিনীর সহযোগিতায় সবাইকে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছে।

লামা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদুল হক বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রোগটি হাম। তারপরও নিশ্চিত হতে আক্রান্তদের রক্তের নমুনা স্বাস্থ্য বিভাগের গবেষণাগারে পাঠানো হয়েছে। পুরো মেডিকেল টিম আক্রান্তদের সেবা দিচ্ছে। হাসপাতালের একটি কক্ষে ৩৩ জন রোগীকে সেখানে আলাদা করে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।’

আক্রান্ত হয়ে লামা হাসপতালে ভর্তি হওয়া রোগীরা হল তাতাই ম্রো (১৩), মাছিং ম্রো (১১), তোম পাউ ম্রো (১), ছিদ্দিক ম্রো (২), রুই রাউ ম্রো (২), কাই কোম ম্রো (৫), মিং পুং ম্রো (৮), কাই তন ম্রো (৬), সংসোং ম্রো (৩), মিলং ম্রো (২), মেন লং ম্রো (৫), রা রুই ম্রো (২), ওরা উ ম্রো (৪), মেন পাও ম্রো (১৩), কাইং ওয়াই ম্রো (১৭), চং ক্রং ম্রো (১৫), পাউ চুং ম্রো (৯), সুলং ম্রো (১০), চিং অং ম্রো (১৯), অই রা ম্রো (২০), মাংলে ম্রো (১৮), বাই টেপ ম্রো (১৫), কাই ওয়াই ম্রো (১৯), মেন লং ম্রো (১১), কাতাই ম্রো (১৩), কাই চুই ম্রো (১৮), লংপা ম্রো (২০), তাইলিং ম্রো (১২), ওরোরিং ম্রো (১৩), দুই লু ম্রো (১১), কংচিং ম্রো (১৮), রই ম্রো (২০) ও চিংরা ম্রো (১৩)।

অসুস্থদের মধ্যে ৩ জনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

লাইল্যা মুরুং পাড়া কারবারী লাতুং মুরু বলেন, ‘গত কয়েকদিন আগ থেকে হঠাৎ পাড়ার প্রতি ঘরে ৩-৪ জন করে শিশু নারী পুরুষ অসুস্থ হয়ে পড়ে। আক্রান্তদের গায়ে গুটি উঠেছে পাশাপাশি প্রচণ্ড জ্বর ও সাথে কাশি। পাড়ায় মোট ৮টি পরিবার রয়েছে। ইতোমধ্যে এ রোগে আমার নাতি দুতিয়া মুরুং মারা গেছে।’

লামা সদর ইউপি চেয়ারম্যান মিন্টু কুমার সেন বলেন, ‘আমরা খবর পেয়ে সোমবার সকালে ট্রাক্টর নিয়ে তাদের লামা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসি। না হলে আরও কয়েকজন মারা যেত। আমরা ইউনিয়ন পরিষদ থেকে তাদের সকল চিকিৎসা ও খাবারের খরচ বহন করবো।’

এদিকে রোগীদের হাসপাতালে আনা হলে লামা উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল, উপজেলা নির্বাহী অফিসার নূর-এ জান্নাত রুমি, লামা পৌরসভার মেয়র জহিরুল হক হাসপাতাল পরিদর্শন করেন।

বান্দরবান সিভিল সার্জন ডা. অংসুই প্রু মারমা বলেন, ‘আক্রান্তদের শরীরে হামের মতো গুটি উঠেছে। তারা মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়েছে। তবে পাড়ার আশেপাশে যাতে রোগ আরও ছড়িয়ে পড়তে না পারে সেজন্য সেখানে একটি মেডিকেল টিম কাজ করছে।’

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!