দরিদ্র কৃষকের ধানের চারায় রোহিঙ্গা দুর্বৃত্তের হানা

কক্সবাজারের উখিয়ায় স্থানীয় এক দরিদ্র কৃষকের ৬০ শতক জমির ধানের চারায় হানা দিয়েছে রোহিঙ্গা দুর্বৃত্তরা। সোমবার (১৬ মার্চ) সকালে তেলীপাড়ার ক্যাম্প-৭ এ ঘটনাটি ঘটে।

ক্ষতিগ্রস্ত আবদুস সাত্তার বলেন, ‘রোহিঙ্গা সন্ত্রাসী রফিকের নেতৃত্বে খাইরুল আমিনের ছেলে হেডমাঝি মুহিদুল্লাহ, হেডমাঝি ছৈয়দ নুর, মীর আহমদের ছেলে ছৈয়দ আকবর, ছানা উল্লাহ, জোবাইর, সিদ্দিক মাঝির ব্লকের এনাম, জোবাইর, আনোয়ার শাহ, আবছার ওরফে বুলবুল, জাবের ও আরাফাতসহ শতাধিক রোহিঙ্গা দুর্বৃত্ত আমার জমির সমস্ত ধানের চারা নষ্ট করে ফেলেন।’

তিনি কান্নাজড়িত কণ্ঠে আরও বলেন, ‘বাধা দিতে গেলে উল্টো প্রাণনাশের হুমকি দিয়ে আমাদের ধাওয়া করে রোহিঙ্গারা। এতে আমার অর্ধলাখ টাকা ব্যয়ে করা চাষাবাদ সম্পূর্ণ নষ্ট হয়েছে। এদিকে জানমালেরও নিরাপত্তা নিয়েও শংকা করেন তিনি।’

স্থানীয়দের অভিযোগ, কৃষকের ফসলি জমি দখলে নিয়ে রোহিঙ্গা সন্ত্রাসীরা তাদের আস্তানা করার পায়তারা করছে। এ ঘটনায় রোহিঙ্গা এবং গ্রামবাসীদের মাঝে উত্তেজনা বিরাজ করছে।

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নিকারুজ্জামান চৌধুরী বলেন, ‘বিষয়টি শুনেছি। ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

ঘটনাস্থল থেকে পালংখালী ইউপির প্যানেল চেয়ারম্যান নুরুল আবছার চৌধুরী ও স্থানীয় সুশীল সমাজ অবিলম্বে রোহিঙ্গা সন্ত্রাসীদের আইনের আওতার পাশাপাশি কৃষক আবদুস সাত্তারের পরিবারকে নিরাপত্তার দাবি জানান।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!