গাজীপুরে অপহৃত পিইসি পরীক্ষার্থী কক্সবাজারে উদ্ধার, আটক ৪

ঢাকার গাজীপুর থেকে অপহৃত মুস্তাকিম আলম জয় নামের পিইসি পরীক্ষার্থীকে কক্সবাজার সৈকত থেকে উদ্ধার করেছে ট্যুরিস্ট পুলিশ। এ সময় আটক করা হয়েছে অপহরণকারী চক্রের ৩ সদস্যসহ অপহরণে ব্যবহৃত মাইক্রোবাসের চালককেও।

সোমবার (১৮ নভেম্বর) বিকেলে কক্সবাজার সৈকত থেকে জয়কে উদ্ধার ও ৪ জনকে আটক করা হয়।

আটককৃতরা হল জাহাঙ্গীর আলমের দোকান কর্মচারী শান্ত, তার সহকর্মী লিটন, হৃদয় ও মাইক্রো চালক মিজান।

ট্যুরিস্ট পুলিসের ইন্সপেক্টর তারেক বলেন, ‌‘গাজিপুরের কোনাবাড়ি এলাকার ব্যবসায়ী জাহাঙ্গীর আলমের ছেলে পিইসি পরীক্ষার্থী মুস্তাকিম আলম জয় রোববার পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে অপহরণ হয়। অপহরণকারিরা জয়কে আটকিয়ে তার পিতার কাছ থেকে দুই লাখ টাকা মুক্তিপণ দাবী করে। পরে জয়ের পিতা ব্যবসায়ী জাহাঙ্গীর আলম বিষয়টি থানা পুলিশকে লিখিতভাবে অবগত করে। একপর্যায়ে কোনাবাড়ি থানা পুলিশ অপহরণকারীদের লোকেশন ডিটেক্ট করে কক্সবাজার ট্যুরিস্ট পুলিশকে বিষয়টি জানায়। পুলিশ তথ্য যাচাই-বাছাই করে সোমবার বিকেলে মুস্তাকিম আলম জয়সহ অপহরণকারী চক্রের তিন সদস্যকে আটক করে।’

তিনি আরও বলেন, ‘অপহরণকারিরা বাইরের কেউ ছিল না। সবাই জাহাঙ্গীর আলমের কর্মচারি। আটককৃতদের কক্সবাজার সদর মডেল থানায় সোপর্দ করা হয়েছে।’

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!