শিক্ষককে বেতন দিতে গিয়ে স্কুলছাত্র নিখোঁজ আনোয়ারায়

স্কুলের শিক্ষককে বেতন দেওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে চট্টগ্রামের আনোয়ারা গুয়াপঞ্চক উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র আফতাব সাঈদ রুহিত নিখোঁজ হয়েছে। রোববার (১৭ নভেম্বর) সকালে বইপত্র নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে সে নিখোঁজ রয়েছে।

আফতাবের কোনো খবর না পেয়ে সোমবার (১৮ নভেম্বর) সকালে আনোয়ারা থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন তার পিতা মো. নুরুল আমিন।

নিখোঁজ ছাত্রের চাচা জয়নাল আবেদীন বলেন, ‘সকালে শিক্ষককে বেতন দেওয়ার কথা বলে বইপত্র ও স্কুল ড্রেস পড়ে এক হাজার টাকা নিয়ে ঘর থেকে বের হয় আফতাব। ক্লাস শেষ হওয়ার নির্ধারিত সময় পেরিয়ে গেলেও বাড়ি না ফেরায় আমরা কোচিং, বিদ্যালয়, সহপাঠিসহ আত্মীয়-স্বজনদের বাড়িতে খবর নিই। অনেক খোঁজাখুঁজির পর এখনো তাকে পাওয়া যায় নি।’

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বলেন, ‘গুয়াপঞ্চক উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী রুহিত নিখোঁজের ঘটনায় তার পরিবার সকালে থানায় জিডি করেছে। তার খোঁজ নেওয়ার চেষ্টা করছে পুলিশ।’

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!