ক্লিফটন গ্রুপের বিরুদ্ধে ৪ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগ

বন্ড সুবিধায় আনা পণ্যে সাড়ে ৪ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ উঠেছে ক্লিফটন গ্রুপের বিরুদ্ধে। অনুমোদন ছাড়া আমিন জুট মিলের গুদাম ভাড়া নিয়ে বন্ডেড পণ্য মজুদ করছিল প্রতিষ্ঠানটি। উক্ত গুদামে অভিযান চালিয়ে ২০৫ টন তৈরি পোশাক শিল্পের কাঁচামাল জব্দ করেছে কাস্টমস বন্ড কমিশনারেট চট্টগ্রাম।

চট্টগ্রাম বন্ড কমিশনার মোহাম্মদ আজিজুর রহমান জানান, একটি কাভার্ডভ্যান আটকের পর তিনটি গুদামে থাকা পণ্য কায়িক পরীক্ষা করে ২০৫ টন কাপড়ের এক্সেসরিজ ও কাঁচামাল পাওয়া গেছে। এতে অন্তত সাড়ে ৪ কোটি টাকার শুল্ক ফাঁকি দিয়েছে প্রতিষ্ঠানটি। এরপর তিনটি গুদাম সিলগালা করে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে। এ বিষয়ে মামলা দায়ের করা হবে।

আটক পণ্যের মধ্যে রয়েছে ইলাস্টিক প্রায় ১৩১ মেট্রিক টন, সুইং থ্রেড প্রায় ২৫ মেট্রিক টন এবং ট্যাগ পিন, ইন্টারলাইনিং, গাম টেপ, হ্যাংগার, সাইজার, ফোল্ডেড পেপার বক্স, প্লাস্টিক রিং স্লাইডার, রাবারসহ অন্যান্য এক্সেসরিজ প্রায় ৪৯ মেট্রিক টন।

এএস/এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!