কোতোয়ালীতে শুটারগানসহ ছিনতাইকারী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার স্টেশন রোডের ম্যানিলা হোটেলের সামনে থেকে একটি ওয়ান শুটার গানসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত ব্যক্তি ৭টি ছিনতাই মামলার অভিযুক্ত। স্কুলব্যাগে অস্ত্র নিয়ে ছিনতাইয়ের উদ্দেশে বেরিয়েছিল বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে শহীদুল ইসলাম খোকন (৩৭) নামের এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন।

গ্রেপ্তারকৃত শহীদুল ইসলাম নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার মৃত আবু তালেবের ছেলে। বর্তমানে চট্টগ্রাম নগরীর হালিশহর থানার ছোটপুল এলাকায় থাকে।

ওসি মহসীন বলেন, শহীদুলের সন্দেহজনক ঘোরাঘুরির সময় থানার টহল টিম তাকে আটক করে। তার ব্যাগে তল্লাশি করে একটি ওয়ানশুটার গান পাওয়া গেছে। জিজ্ঞাসাবাদে সে জানায়, অস্ত্রের ভয় দেখিয়ে ছিনতাইয়ের উদ্দেশে সে ওই এলাকায় গিয়েছিল।

গ্রেপ্তারকৃত শহীদুলের বিরুদ্ধে আরোও একটি অস্ত্র আইনে মামলা দায়ের হয়েছে বলে জানিয়েছেন ওসি।

এইচটি/এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!