ইম্পেরিয়াল হাসপাতাল মডেল ফার্মেসির যাত্রা শুরু

চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলীর বহুমুখী বিশেষায়িত চিকিৎসাকেন্দ্র ‘ইম্পেরিয়াল হাসপাতাল লিমিটেডের (আইএইচএল) মডেল ফার্মেসির যাত্রা শুরু হয়েছে। ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহা-পরিচালক ‘ইম্পেরিয়াল হাসপাতাল মডেল ফার্মেসী’-এর উদ্বোধন করেন।

এ উপলক্ষে বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) ৩৭৫ শয্যা বিশিষ্ট আধুনিক এই হাসপাতালের সেমিনার কক্ষে উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়।

ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনালের মো. মাহবুবুর রহমান বলেন, এ হাসপাতাল বিশ্বমানের হাসপাতাল হিসেবে স্থাপিত হয়েছে। হাসপাতালের কর্মকাণ্ড যেমন শুনেছি, আজ এসে অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর চিকিৎসার বিভিন্ন বিভাগ পরিদর্শনে আমি মুগ্ধ হয়েছি।

অনুষ্ঠানে চিকিৎসাসেবার প্রয়োজনীয় দিকগুলো তুলে ধরেন আইএইচএলের চেয়ারম্যান অধ্যাপক ডা. রবিউল হোসেন।

তাসলিমা আক্তারের উপস্থাপনায় চট্টগ্রাম চক্ষু হাসপাতালের ম্যানেজিং ট্রাস্টি অধ্যাপক ডা. রবিউল হোসেন আরো বলেন, ‘হাসপাতাল বাস্তবায়নে সংক্রমণ নিয়ন্ত্রণ (ইনফেকশান কন্ট্রোল), রোগীদের নিরাপত্তা এবং কর্মীদের নিরাপত্তা এ ৩টি বিষয়কে প্রাধান্য দেয়া হয়েছে। দুস্থ রোগীদের জন্য নূন্যতম খরচে উন্নত চিকিৎসা সেবার ব্যবস্থা রয়েছে।’

এর আগে ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহা-পরিচালক মডেল ফার্মেসি, আইসিও (পেডিয়াট্রিক), আইসিও, সিসিইউ. পোস্ট কের্থ, গরীব রোগীদের ওয়ার্ডসহ বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের পরিচালক রুহুল আমিন, সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান, ড. মোহাম্মদ আকিব হোসেন, মাহাফুজুর রহমান, এম মোছাদ্দেক হোসেন, হাসপাতালের পরিচালক (স্ট্রাটেজিক কোয়ালিটি ম্যানেজমেন্ট) রিয়াজ হোসেন প্রমুখ।

প্রসঙ্গত, গত ১৫ জুন আন্তর্জাতিক খ্যাতিমান হৃদরোগ বিশেষজ্ঞ ও ভারতের নারায়ণা হেল্থ কেয়ারের চেয়ারম্যান ডা. দেবী প্রসাদ শেঠী এ হাসপাতালের উদ্বোধন করেন।

এসসি/এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!