কেমন আছ বন্ধু কোথায় ছিলে..?

এহসান আল-কুতুবী : “বিভেদ নয় বন্ধনই হউক” শ্লোগানে অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম কলেজের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পূনর্মিলনী উৎসব। দীর্ঘ ৮বছর নানা জল্পনা, কল্পনার পর অবশেষে এ পূনর্মিলনী অনুষ্ঠিত হতে যাচ্ছ্।ে অনুষ্টানকে প্রাণবন্ত করতে আজ চট্টগ্রাম কলেজ প্রাক্তন ছাত্র ছাত্রী পূনর্মিলনী পরিষদের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। চট্টগ্রাম প্রেস ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পূনর্মিলনী ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব এডভোকেট আবুল হাশেম। লিখিত বক্তব্যে তিনি বলেন, ১৮৬৯ সালে প্রতিষ্ঠিত শিক্ষা ও সাংস্কৃতির অন্যতম আদর্শ হিসেবে এ কলেজটি প্রায় ১৪৮ বছরে পদার্পন করতে যাচ্ছে। এ কলেজ নিরন্তর লালন করেছে মহৎ মানবিক মূল্যবোধ, ছড়িয়ে দিয়েছে সম্প্রীতির জীবন বোধ। তিনি আরো বলেন, ১৯৮৯ সালের কিছু কীর্তিমান ও উদ্যোগী ব্যক্তিদের প্রচেষ্টায় প্রতিষ্ঠিত “চট্টগ্রাম কলেজ প্রাক্তন ছাত্রী-ছাত্রী পরিষদ”।  তাদের মধ্যে অধ্যাপক মুহাম্মদ খালেদ, আতাউর রহমান খান কায়ছার, ফজলুল সোবহান চৌধূরী, অধ্যক্ষ রওশন আক্তার হানিফ, প্রফেসর হারুনুর রশিদ, অধ্যক্ষ হাসিনা জাকারিয়া, জেসমিন সোলতানা পারু, নাদের খান, রুমপ কিশোর বড়–য়া, প্রফেসর সালেহ জহুর, চৌধুরী মঞ্জুরুল হক চৌধুরী, চৌধুরী জহুরুল হক, ফজলু করিম, সেলিম জাহাঙ্গীর, সাখাওয়াত হোসেন মজনু, ইঞ্জিনিয়ার আলী আহমদ, কামাল উদ্দিন কে গভীর শ্রদ্ধা ও বিনয়ের সাথে স্মরন করছি। সবকিছু ভুলে নিজেদের ভাসিয়ে দিয়ে, চড়াই উৎড়াই মনের অপর আনন্দে একে অপরের সান্নিধ্য পেতে আগামী ৮ এপ্রিল শুক্রবার চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে এ পূনর্মিলনী অনুষ্ঠান। এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, অধ্যক্ষ হাসিনা জাকারিয়া, এ কে এম নুরুল আলম, আলী মনসুর, রফিকুল হাসান, বেলায়েত হোসেন, তাহের আহমেদ, আপতাব রহিম চৌধুরী, অধ্যাপক নিশাত হাসিনা শিরিন, খুরশিদ রোকেয়া, ওসমান গনি, ইকবাল হায়দার, ইঞ্জিনিয়ার জাবেদ আবছার প্রমূখ।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!