কাপ্তাইয়ে ২ আনসারের ‘সন্দেহজনক’ নমুনা, ক্যাম্প লকডাউন

রাঙামাটির কাপ্তাইয়ে কর্ণফুলী পেপার মিলে (কেপিএম) কর্মরত দুই জন আনসার সদস্যের শরীরে করোনা ভাইরাস সংক্রমণ সন্দেহে রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছে। ঘটনাটি জানাজানি হলে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে কেপিএমের আনসার ক্যাম্পটি লকডাউন করে ব্যানার টাঙিয়ে দেয় পুলিশ।

জানা গেছে, ৫ দিন ধরে এক আনসার সদস্যের সর্দি, কাশি ও জ্বর দেখা দেয়। পরে একই লক্ষণ আরেক সদস্যের মাঝেও দেখা যায়। বিষয়টি জানতে পেরে মঙ্গলবার (৭ এপ্রিল) দুই আনসার সদস্যের রক্তের নমুনা সংগ্রহ পরীক্ষার জন্য চট্টগ্রাম বিআই‌টিআই‌ডি‌তে পাঠিয়ে দেয় প্রশাসন।

বিষয়টি নিশ্চিত করেছেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহম্মেদ রাসেল।

কর্ণফুলী পেপার মিলের সিবিএ সভাপতি আব্দুল রাজ্জাক বলেন, এত কিছু হয়ে যাচ্ছে। সারাদেশের সকল মিল-কারখানা বন্ধ অথচ কেপিএম চলমান রয়েছে এখনও।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!