কাপড়ের রং দিয়ে খাবার তৈরি, ৪ প্রতিষ্ঠানকে অর্থদণ্ড ৬ লাখ

চট্টগ্রামে নোংরা পরিবেশ ও ক্ষতিকর রং দিয়ে খাবার তৈরির অপরাধে চার হোটেল-রেস্তোরাঁকে ৬ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুপুর ১টায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুস সোবহান এ অভিযান পরিচালনা করেন।

জানা গেছে, অভিযানে নোংরা পরিবেশ খাবার তৈরি, ক্ষতিকর রং ব্যবহার সহ বিভিন্ন অপরাধে মুরাদপুরের মোহাম্মদপুর এলাকার আল আকসা রেস্টুরেন্টেকে ২ লাখ টাকা, আতুরার ডিপো বাগদাদ হোটলকে ২ লাখ টাকা, খাবার মেলা রেস্টুরেন্টেকে ১ লাখ টাকা ও অক্সিজেন এলাকার হোটেল জামানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মদ বশির আহম্মেদ বলেন, নোংরা পরিবেশে খাবার তৈরি, খাবার তৈরিতে কাপড়ের রং ব্যবহারসহ বিভিন্ন অপরাধে ৪ প্রতিষ্ঠানকে ৬ লাখ জরিমানা করা হয়েছে।

আরএ/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!