করোনা আতঙ্কে চবিতে ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা শিক্ষার্থীদের

বন্ধ হবে কিনা সিদ্ধান্ত সোমবার

করোনা ভাইরাস প্রতিরোধে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) বন্ধ হবে কিনা এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে আগামীকাল (সোমবার)।

বিষয়টি রোববার (১৫ মার্চ) বিকেল সাড়ে ৫টায় চট্টগ্রাম প্রতিদিনকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার।

তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয় বন্ধের বিষয়ে আমরা মন্ত্রণালয়ের সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছি। এছাড়া আগামীকাল আমরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্ষদের সঙ্গে বসে বন্ধের বিষয়ে সিদ্ধান্ত নেব।’

এদিকে করোনা ভাইরাস অতঙ্কে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে। রোববার বিকেলে এ রিপোর্ট লেখা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অন্তত ৪টি বিভাগের শিক্ষার্থীরা এ ঘোষণা দেন।

বিভাগগুলো হলো, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, কম্পিউার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ ও ইতিহাস বিভাগ।

জানা গেছে, রোববার সকাল ১১টার দিকে সাংবাদিকতা বিভাগের সভাপতি শহীদুল হকের কাছে ক্লাস কার্যক্রম বন্ধ রাখার দাবি জানায় শিক্ষার্থীরা। কিন্তু তিনি এ দাবি মানতে অপারগতা প্রকাশ করেন। পরে শিক্ষার্থীরা ক্লাস বর্জনের ঘোষণা দেন। একইভাবে অন্যান্য বিভাগগুলোও সিদ্ধান্ত নেয়।

এ বিষয়ে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ক্লাস প্রতিনিধি শাহনেওয়াজ অর্ণব বলেন, ‘আমরা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চলমান সকল ব্যাচের ছাত্র-ছাত্রী এবং ক্লাস প্রতিনিধিরা মিলে আগামীকাল থেকে আমরা ক্লাস বর্জন সিদ্ধান্ত নিয়েছি।’

যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের ক্লাস প্রতিনিধি সুমাইয়া নওমি বলেন, ‘আমরা বিভাগের প্রথম থেকে চতুর্থবর্ষের শিক্ষার্থীরা করোনা ভাইরাসের প্রকোপ না কমা পর্যন্ত সকল ধরনের ক্লাস-পরীক্ষা বর্জন করছি।’

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!