করোনার হানা ইনডিপেন্ডেন্ট টিভিতে, আক্রান্ত ১

৪৭ জন গেলেন আইসোলেশনে

বেসরকারি চ্যানেল ইনডিপেন্ডেন্ট টেলিভিশনের এক সংবাদকর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শুক্রবার (৩ এপ্রিল) চ্যানেলটির প্রধান নির্বাহী ও এডিটর-ইন-চিফ এম শামসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে এম শামসুর রহমান বলেন, ‘ইনডিপেন্ডেন্ট টেলিভিশনের একজন সদস্য কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন। তিনি বর্তমানে ঢাকার কুয়েত-মৈত্রী হাসপাতালে প্রাতিষ্ঠানিক আইসোলেশনে আছেন। চিকিৎসকরা জানিয়েছেন তার অবস্থা উন্নতির দিকে।’

জানা গেছে, আক্রান্ত সংবাদ কর্মী সর্বশেষ ২৬ মার্চ অফিসে কর্মরত ছিলেন। এরই মধ্যে তার সংস্পর্শে এসেছেন এমন ৪৭ জনের তালিকা করে টেলিভিশন কর্তৃপক্ষ। তাদের সবাইকে সেলফ আইসোলেশনে পাঠানো হয়েছে।

ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন কর্তৃপক্ষ আক্রান্ত সংবাদ কর্মীর যাবতীয় বিষয় দেখভাল করছে বলেও জানিয়েছেন চ্যানেলটির প্রধান নির্বাহী ও এডিটর ইন চিফ এম শামসুর রহমান।

এমএফও/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!