কক্সবাজারে জৈব সার উৎপাদন কেন্দ্রের উদ্বোধন

কক্সবাজারে জৈব সার উৎপাদন কেন্দ্রের উদ্বোধন 1কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজার পৌরসভার বর্জ্য থেকে জৈব সার উৎপাদন কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। শহর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে রামুর মিঠাছড়ি এলাকায় নির্মিত ডাম্পিং স্টেশনটি উদ্বোধন করেছেন বন ও পরিবেশমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ।

শনিবার (২৭ অক্টোবর) সকালে এটি উদ্বোধন করেন তিনি।

এসময় আরও উপস্থিত ছিলেন সাংসদ মোহাম্মদ ইলিয়াছ, বন ও পরিবেশ মন্ত্রণালয়ের সচিব আব্দুল্লাহ আল মোহসীন চৌধুরী, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. সুলতান আহমেদ, প্রকল্প পরিচালক আবুল কালাম, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফোরকান আহমেদ, কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান প্রমুখ।

কক্সবাজার পৌরসভা সূত্রে জানা যায়, জলবায়ু তহবিলের ১ কোটি ৭৩ লাখ টাকা ব্যয়ে ‘সিভিএম কম্পোস্ট প্লান্ট নির্মাণ প্রকল্প’ বাস্তবায়ন করেছে পরিবেশ অধিদপ্তর। এখান থেকে প্রতিদিন উৎপাদন হবে ১০ টন জৈব সার। এরফলে কৃষকরা যেমন উপকৃত হবে, তেমনি পর্যটন শহরও বর্জ্য ফেলার সমস্যা থেকে রেহাই পাবে।

কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান বলেন, ‘এ প্রকল্পের আওতায় পর্যটন এলাকা কক্সবাজার শহর ময়লা-আবর্জনাহীন পরিচ্ছন্ন নগরীতে পরিণত হবে। এটার সুফল ভোগ করবে পৌরবাসী। অন্যদিকে স্থানীয় কৃষকরা স্বল্পমূল্যে পাবেন উন্নত মানের জৈব সার।’

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!