এবার ন্যাশনাল হাসপাতালের নার্সের বাড়িও লকডাউন

দামপাড়ার এক করোনাকাণ্ডে একে একে ১০টি বাড়ি একটি ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের পর আরও একটি বাড়ি লকডাউন করলো প্রশাসন। শনিবার (৪ এপ্রিল) সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর আকবরশাহ এলাকার বাড়ি লকডাউন করা হল।

বিষয়টি নিশ্চিত করে নগর পুলিশের বিশেষ শাখার (সিটিএসবি) উপ-কমিশনার আব্দুল ওয়ারিশ চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘ন্যাশনাল হাসপাতালে দামপাড়া অধিবাসী সেই বৃদ্ধের ইসিজি করা নার্স যে বাড়িতে ভাড়া থাকেন সেটি আমরা চিহ্নিত করেছি। আকবরশাহ থানাধীন সেই বাড়িটি আজ সন্ধ্যায় লকডাউন হয়েছে।’

প্রসঙ্গত, এই এক ব্যক্তির শরীরে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর দামপাড়ায় ৬টি, সাতকানিয়ায় একটি, পটিয়ায় একটি, চন্দনাইশে একটি এবং ডবলমুরিং থানাধীন উত্তর পাঠানটুলিতে একটি বাড়ি লকডাউন করা হয়েছে। আবার নগরীর জাকির হোসেন সড়কস্থ সুপারশপ ‘বাস্কেট’ও বন্ধ করা হয়েছে।

একই ঘটনায় চট্টগ্রামের একজন বিশেষজ্ঞ চিকিৎসক আগ থেকেই বিষয়টি আঁচ করতে পেরে নিজেই হোম কোয়ারেন্টাইনে চলে যান। সর্বশেষ শনিবার ন্যাশনাল হাসপাতালের ২৩ জন চিকিৎসক ও স্টাফকে প্রশাসন হোম কোয়ারেন্টাইনে পাঠিয়েছে।

এফএম/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!