উৎসাহ উদ্দীপনায় চলছে কাফকোর সিবিএ নির্বাচন

উৎসাহ উদ্দীপনায় চলছে চট্টগ্রামের কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড-কাফকোর সিবিএ নির্বাচন।

এতে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান সভাপতি এএইচএম ওসমান গনি রাসেল ও মোহাম্মদ জসিম উদ্দিন চৌধুরী।

দুই প্যানেলে মোট ১৮ জন প্রার্থী এ নির্বাচনে লড়ছেন।
ভোট দিচ্ছেন ২৭৯ ভোটার। এরমধ্যে ঢাকায় রয়েছে ১১ ভোটার। নির্বচনী পরিবেশ সন্তোষজনক বলে জানিয়েছে প্রার্থী ও ভোটারা।

সকাল থেকে প্রার্থীরা জড়ো হতে থাকেন ভোট কেন্দ্রে। ভোটারদের সাথে কুশল বিনিময় করেছেন তারা। ভোট দিয়ে অনেকেই বললেন তাদের প্রত্যাশার কথা।

অন্যদিকে নির্বাচনের পরিবেশ নিয়ে সন্তুষ্টির কথা জানিয়েছেন প্রার্থীরা। সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট চলবে বিকাল ৪টা পর্যন্ত। এরপর ভোট গণনা করে ফল ঘোষণা করা হবে।

নির্বাচনকে ঘিরে পুলিশ ও র‌্যাব মোতায়েন করে নিরাপত্তা জোরদার করা হয়েছে। শুধু ভোটার, সাংবাদিক ও নির্বাচন সংশ্লিষ্টদের কাফকো ভোট কেন্দ্রে ঢুকতে দেয়া হচ্ছে।

ভোটাররা পরিচয়পত্র দেখিয়ে ভোট দিতে প্রবেশ করছেন। বিশেষ পরিচয়পত্র নিয়ে সাংবাদিকরা ভেতরে প্রবেশ করছেন।

এ ব্যাপারে কাফকো সিবিএ নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ হেদায়েত উল্লাহ্ ভূঁইয়া বলেন, আমরা সুন্দর একটি নির্বাচন উপহার দিতে চাই। সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। সুষ্ঠু নির্বাচনের জন্য যা পদক্ষেপ নেয়া দরকার আমরা নিয়েছি। আশা করছি উৎসবমুখর পরিবেশে ভোটারা তাদের পছন্দের প্রার্থীদের ভোট দিচ্ছেন। দুপুর ১২ টা ৪৪ মিনিট পর্যন্ত ২৭৯ ভোটের মধ্যে ঢাকায় ১১ ও ২৩৩ ভোটার তাদের ভোট দিয়েছেন।

ভোটগ্রহণ বিকাল ৪টা পর্যন্ত চলবে এরপর ভোট গণনা করে বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করা হবে।

এসএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!