উখিয়ায় এনজিওর অফিস ও গুদামে বিপুল পরিমাণ দা-কুড়াল

কক্সবাজারের উখিয়ায় এনজিও শেডের অফিস ও গুদাম থেকে বিপুল পরিমাণ দেশীয় তৈরি অস্ত্র জব্দ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ১ হাজার ৭০০টি দা, ২ হাজার ২০০টি বেলচা, ১ হাজার ১০০টি হাতুড়ি, ১ হাজার ১০০টি কুড়াল ও ১ হাজার ১০০টি লাঠি।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১টায় উখিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফখরুল ইসলামের নেতৃত্বে এসব দৈশীয় তৈরি অস্ত্র জব্দ করা হয়।

অভিযানের সময় শেড এনজিও প্রজেক্ট ম্যানেজার সরওয়ার হাসান জানান, এসব দা, কুদাল, বেলচা, ছুরি, হাতুড়ি ও লাঠিগুলো আইওএম তাদেরকে দিয়েছে। এফডি-৭ এর অনুমতি শেষ হয়ে ক্যাম্পে বিতরণ না করে আইওএম এসব মালামাল স্থানীয়দের সরবরাহ দেওয়ার জন্য শেডকে দিয়েছে বলেও জানান এ কর্মকর্তা।
উখিয়ায় এনজিওর অফিস ও গুদামে বিপুল পরিমাণ দা-কুড়াল 1

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফখরুল ইসলাম বলেন, উখিয়ায় এনজিও সংস্থা শেডের অফিস এবং গুদামে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দা, বেলচা, হাতুড়ি, কুড়াল ও লাঠি জব্দ করা হয়। তা উপজেলা নিবার্হী অফিসারের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। তবে এসব মালামাল বিতরণের অনুমতিপত্র দেখাতে না পারলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, ২০১৭ সালের আগস্ট থেকে রোহিঙ্গা ক্যাম্পে কাজ করে যাচ্ছে এনজিও সংস্থা শেড।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!