ইয়াবা ব্যবসায়ীর বিরুদ্ধে দুদকের মামলা

জ্ঞাত বহির্ভূত সম্পদ অর্জন ও দুদকের জারিকৃত সম্পদ বিবরণী ফরম দাখিলের সময়সীমা ১৪ কর্মদিবসের পরও দাখিল না করায় শাহ আলম নামের এক ইয়াবা ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন জেলা সমন্বিত কার্যালয় চট্টগ্রাম-১।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকালে দুদক জেলা সমন্বিত কার্যালয় চট্টগ্রাম-২ এর উপ-সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিন বাদি হয়ে মামলাটি দায়ের করেন।
অভিযুক্ত শাহ আলম কক্সবাজার জেলার টেকনাফ থানার পুরান পল্লানপাড়ার মৃত নুরুল ইসলামের ছেলে ও চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী।

দুদকের অনুসন্ধানে জানা যায়, শাহ আলম ৩৮ লাখ ৫ হাজার টাকার স্থাবর সম্পত্তি ও ১২ লাখ ৩২৯ টাকার অস্থাবর সম্পত্তিসহ মোট ৫০ লাখ ৫ হাজার ৩২৯ টাকার সম্পদ অর্জন করেছেন। এই সম্পদের বিপরীতে তার কোনো দায় নেই। দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ৬(২) ধারায় তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।
দুদক জেলা সমন্বিত কার্যালয় চট্টগ্রাম-২ এর উপসহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিন এ প্রসঙ্গে বলেন, ইয়াবা ব্যবসার মাধ্যমে জ্ঞাত বহির্ভূত সম্পদ অর্জন ও দুদকের জারি করা সম্পদ বিবরণী ফরম দাখিলের সময়সীমা ১৪ কর্মদিবসের পরও দাখিল না করার অভিযোগে শাহ আলমের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আসামি পলাতক রয়েছে।

মুআ/সিআর

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!