আগ্রাবাদে বিশ্ববিদ্যালয় ছাত্রী ড্রেনে পড়ে নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

চট্টগ্রাম নগরীতে এবার খোলা ড্রেনে পড়ে নিখোঁজ হয়েছেন এক বিশ্ববিদ্যালয় ছাত্রী।

সোমবার (২৭ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে এক আত্মীয়সহ চশমা কিনে বাসায় ফেরার পথে ড্রেনে পড়ে নিখোঁজ হওয়া ওই বিশ্ববিদ্যালয় ছাত্রীর নাম সাদিয়া (১৯)। তিনি চট্টগ্রামের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের (আইআইইউসি) শিক্ষার্থী বলে জানিয়েছে পুলিশ।

জানা গেছে, আগ্রাবাদ মাজার গেইট ও আগ্রাবাদ মোড়ের মাঝামাঝি এলাকায় ডায়মন্ড রেস্টুরেন্টের বিপরীত পাশের ড্রেনে পা ফসকে এই দুর্ঘটনার মুখোমুখি হন সাদিয়া।

নিখোঁজ সাদিয়া চট্টগ্রামের হালিশহর থানার মইন্যাপাড়া এলাকার বাসিন্দা বলে জানিয়েছেন ঘটনাস্থলে থাকা ডবলমুরিং থানার উপ পরিদর্শক মারুফ উল ইসলাম।

নিখোঁজ হওয়ার পর থেকে রাত সাড়ে ১২টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত সাদিয়ার খোঁজ মেলেনি। সাদিয়ার খোঁজে ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে থানা ও ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের একাধিক টিম।

নগরীর ডবলমুরিং থানার উপ পরিদর্শক মারুফ উল ইসলাম চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘সাদিয়া নামে এক ছাত্রী তার মামাসহ চশমা কিনে বাসায় ফিরছিলেন। ফেরার পথে ড্রেনে পড়ে যান তিনি। তার মামা তাকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হলে থানায় জানানোর সাথে সাথেই আমরা ঘটনাস্থলে যাই।

তিনি বলেন, ‘পরে ফায়ার সার্ভিসের লোকজনও উদ্ধার অভিযান শুরু করে। তবে এখন পর্যন্ত তার খোঁজ পাওয়া যায়নি।’

এআরটি/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!