‘আওয়ামী লীগের কর্মসূচি কারও বিয়ে নয় যে দাওয়াত দিয়ে আনতে হবে’

দিদারের বক্তব্যের প্রেক্ষিতে আ জ ম নাছির

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কর্মসূচিতে যুবলীগ নেতাকর্মীদের দাওয়াত দেওয়া হয় না—নগর যুবলীগের সাধারণ সম্পাদক দিদারুল আলম দিদারের এমন বক্তব্যের কড়া সমালোচনা করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন।

দিদারের ওই বক্তব্যের প্রসঙ্গে তিনি বলেন, ‘আওয়ামী লীগের কর্মসূচি কারও বিয়ে নয় যে, এখানে সহযোগী বা ভ্রাতৃপ্রতীম সংগঠনের কাউকে দাওয়াত দিয়ে আনতে হবে।’

বুধবার (২০ সেপ্টম্বর) চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় এসব কথা বলেন আওয়ামী লীগ ও যুবলীগের দুই সাধারণ সম্পাদক।

নগরীর কাজির দেউড়ি এলাকার একটি কনভেনশন সেন্টারে বর্ধিত সভার শুরুর দিকে বক্তব্য রাখেন সাবেক শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী এমএ মান্নানের ছেলে মহানগর যুবলীগ সাধারণ সম্পাদক দিদারুল আলম। বক্তব্যে তিনি ‘মহানগর আওয়ামী লীগের কর্মসূচিতে যুবলীগকে যেভাবে বলা উচিত ছিল, সেভাবে আওয়ামী বলতে পারেনি’ বলে উল্লেখ করেন।

পরে রাত ৮টার দিকে বক্তব্য রাখেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন। দিদারের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, আওয়ামী লীগ কেন সহযোগী বা ভ্রাতৃপ্রতীম সংগঠনকে দাওয়াত দিতে যাবে? এখানে কী আমাদের ছেলেমেয়ের বিয়ে বা পারিবারিক অনুষ্ঠান হচ্ছে? আমরা কী গোপনভাবে কোনো সভা আহ্বান করছি? এগুলো তো পত্রপত্রিকায় আসছে। আবার আলাদা আলাদাভাবে দাওয়াত দেওয়া কী কারও পক্ষে সম্ভব। সে ধরনের দৃষ্টান্ত কী ইতোপূর্বে আওয়ামী লীগের কেউ ছিল। মান্নান ভাই যখন সভাপতি ছিলেন, তখন করেছিলেন? মহিউদ্দিন ভাই যখন সাধারণ সম্পাদক ছিলেন, তখন করেছিলেন? জনে জনে দাওয়াত দেওয়া সম্ভব নয়।’

আ জ ম নাছির বলেন, ‘আওয়ামী লীগের কর্মসূচিতে অংশ নেওয়া সহযোগী ও ভ্রাতৃপ্রতীম সংগঠনগুলোর নৈতিক দায়িত্ব। এখানে কতজন সহযোগী বা ভ্রাতৃপ্রতীম সংগঠনের নেতাকর্মী উপস্থিত আছেন? বক্তব্য দিয়ে চলে গেছেন।’

আরএম/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!