অর্থমন্ত্রীর মেয়ের কণ্ঠ নকল করে থানায় তদবির, মিরসরাইয়ে গ্রেপ্তার ২

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের মেয়ে নাফিসা কামালের কন্ঠস্বর নকল করে থানায় তদবির করতে এসে গ্রেপ্তার হলেন দুই প্রতারক। তারা হলেন, কুমিল্লার চৌদ্দগ্রামের মো. শাহীন (৩০) ও মো. হারুন।

দুইজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জোরারগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. মোজাম্মেল হক বলেন, ‘জোরারগঞ্জ থানায় একজনকে গ্রেপ্তারের তদবির করতে এসেছিল শাহীন। অর্থমন্ত্রীর মেয়ে পাঠিয়েছে বলার পর আমাদের সন্দেহ হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদে প্রতারণার অনেক তথ্য বেরিয়ে আসে। আমরা শাহীন ও তার সহযোগীকে আটক করে সুনির্দিষ্ট মামলা দায়ের করি। এরপর মঙ্গলবার আদালতে হাজির করে তাদের তিন দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করছি।

তিনি আরোও বলেন, সে আমাদের এসপি-ওসি স্যারের সঙ্গেও প্রতারণা করেছে। সে মেয়েদের কণ্ঠস্বর খুব ভালো করে নকল করতে পারে। কণ্ঠস্বর নকল করে অর্থমন্ত্রীর মেয়ে সেজে সে অনেকের সঙ্গে প্রতারণা করেছে।

পুলিশ পরিদর্শক মোজাম্মেল জানান, ২০১৬ সালে শাহীন ‘তানিশা আক্তার’ নাম দিয়ে একটি ফেসবুক আইডি খোলেন। সেই আইডি মাধ্যমে পরিচিত হয় চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ এলাকার বাসিন্দা দুবাই প্রবাসী দিদারুল আলমের সঙ্গে। দিদারুল ও তানিশার (শাহীন) মধ্যে ফেসবুকে বন্ধুত্বের একপর্যায়ে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তানিশা প্রথমে নিজেকে স্কুলশিক্ষিকা ও পরে ৩৬তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ‘মিরসরাইয়ের এসি ল্যান্ড’ পদে আছে বলে পরিচয় দেয়।
দিদারুলের কিছু জমি নিয়ে ঝামেলা মিটিয়ে দেওয়ার নাম করে কয়েক লাখ টাকা হাতিয়ে নেয় শাহীন ওরফে তানিশা। সম্প্রতি দিদারুল দেশে ফিরে আসেন এবং শাহীনের প্রতারণার বিষয়টি অবগত হন। এরপর থেকে দিদারুলকে গ্রেপ্তারের জন্য উঠেপড়ে লাগেন শাহীন।

কণ্ঠস্বর নকল করে অর্থমন্ত্রীর মেয়ে পরিচয়ে প্রথমে এসপি ও এরপর জোরারগঞ্জ থানার ওসিকে ফোন করে। এসপি বিষয়টি জরুরি ভিত্তিতে দেখার জন্য ওসিকে নির্দেশ দেন। এরপর শাহীন নিজেই তার এক সহযোগীকে নিয়ে তদবির করতে এসে ধরা পড়ে বলেন পুলিশ পরিদর্শক।

শাহীনকে জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে পুলিশ পরিদর্শক বলেন, কণ্ঠস্বর নকল করে কুমিল্লার জেলা প্রশাসককে ফোন করে শাহীন বেশকিছু তদবির করেন এবং জায়গা-জমি সংক্রান্ত সমস্যা সমাধান করেন। কুমিল্লা ও মিরসরাইয়ের এসিল্যান্ডকেও সে একইভাবে কয়েকবার ফোন করেন।

এইচটি/এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!