অপরাধ দমনে আনোয়ারা-কর্ণফুলীজুড়ে বসবে সিসি ক্যামেরা

চট্টগ্রামের আনোয়ারা-কর্ণফুলীর গুরুত্বপূর্ণ সড়কে মাদক ব্যবসা, ডাকাতিসহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড বন্ধে গ্রামীণ সড়কের প্রবেশ পথে সোলার স্ট্রিট লাইট ও সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ।

দীর্ঘদিন ধরে আনোয়ারা-কর্ণফুলী উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে বাতি ও সিসি ক্যামেরা না থাকায় প্রতিদিন সন্ধ্যার পর যানবাহন থামিয়ে ডাকাতিসহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড সংঘটিত হচ্ছে। গ্রামীণ সড়কগুলোতে প্রতিদিন রাতে বিভিন্ন অন্ধকার স্থানে বাতি না থাকায় কারণে বিভিন্ন সময়ে সাধারণ পথচারি সিএনজি, অটোরিক্সাসহ বিভিন্ন গাড়ি থামিয়ে যাত্রীদের সর্বস্ব ছিনিয়ে নেওয়ার মতো ঘটনা ঘটছে। এছাড়া অন্ধকার স্থানে উশৃঙ্খল ব্যক্তিরা ইয়াবা, মদ, গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য সেবন করে অপরাধ কর্মকাণ্ড চালাচ্ছে। তাই অন্ধকারাচ্ছন্ন স্থানে ইতোমধ্যে শতাধিক সোলার স্ট্রিট লাইট স্থাপন করাসহ আনোয়ারা-কর্ণফুলী উপজেলাজুড়ে সিসি ক্যামেরা বসানো উদ্যোগ নেওয়া হয়েছে। আনোয়ারা-কর্ণফুলী ১৩ আসনের সংসদ সদস্য ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এ উদ্যোগ নেন।

আনোয়ারা সরকারি কলেজের শিক্ষার্থী মারজানা আকতার শিফা বলেন, ‘আমাদের এলাকায়ও সোলার স্ট্রিট লাইট স্থাপন করেছে। যদি সিসি ক্যামেরা স্থাপন করে তাহলে তো অনেক ভালো হবে।’

কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নের বাসিন্দা ও স্বেচ্ছাসেবকলীগ নেতা সাঈদ খান আরজু বলেন, ‘কর্ণফুলী উপজেলার বড়উঠান রাস্তার মাথা এক সময় অন্ধকার ছিলো। এখন সোলার স্ট্রিট লাইট স্থাপন করায় এলাকার মানুষ খুবই উপকৃত হয়েছে। সিসি ক্যামেরা স্থাপন করা হলে এলাকায় মাদকসহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড একেবারে কমে যাবে।’

কর্ণফুলী উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক চৌধুরী বলেন, ‘উপজেলার কমিনিউটি ক্লিনিক, মসজিদ, মন্দি ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণস্থানে সোলার স্ট্রিট লাইট স্থাপন করা হচ্ছে। পুরো উপজেলাকে সিসি ক্যামেরার আওয়াতায় আনা হবে। ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি মহোদয়ের সার্বিক সহযোগিতায় বাংলাদেশের অন্যতম উপজেলা হবে আনোয়ারা-কর্ণফুলী।’

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!