অনলাইনে অর্ডার নকিয়ার, প্যাকেট খুলতেই বেরোল ‘বাইটুু’

কাপড়-চোপড় কেনাকাটা থেকে শুরু করে প্রায় সবকিছুই কেনা যাচ্ছে এখন অনলাইনের মাধ্যমে। দেশের বিভিন্ন অঞ্চলের গ্রাহকদের কাছে পছন্দের পণ্য পৌঁছে দিতে গড়ে ওঠেছে ঢাকাকেন্দ্রিক বিভিন্ন অনলাইন শপিং প্রতিষ্ঠান। তবে অনেকেই অনলাইনে কেনাকাটা করে প্রতারণা শিকারও হয়েছেন। এবার রাঙামাটিতে মোবাইল কিনে একই ধরনের প্রতারণার শিকার হয়েছেন শহরের কলেজ গেট এলাকার বাসিন্দা মো. মোমিন।

এমন প্রতারণার অভিযোগ উঠেছে, ‘বিডি ফ্যাশন’ নামের একটি অনলাইন শপিং পেজের বিরুদ্ধে।

প্রতারণা শিকার মোমিন বলেন, ‌‌‘ আমি গত ১৬ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘বিডি ফ্যাশন’ নামে একটি পেজে নকিয়া ৫৩১০ মডেলের একটি ফোন অর্ডার দিই। বৃহস্পতিবার রাঙামাটিতে কুরিয়ারে (এসএ পরিবহন) আসা ফোন সংগ্রহ করে ফোনের প্যাকেট খুলে দেখি তারা আমাকে ‘বাইটুু’ নামের একটি ব্রান্ডের ফোন দিয়েছে। অথচ আমি নকিয়া ৫৩১০ মডেলের ফোনের জন্য এক হাজার ৮০০ টাকা ক্যাশ অন ডেলিভারি দিয়েছি।’

মোমিন বলেন, ‘ফোনটি হাতে নিয়ে এমন অবস্থা দেখে পেজের এডমিনদের নম্বরে ডায়াল করলে তাদের ফোন নম্বর সব বন্ধ পাই। আমাকে যে ফোনটি তারা দিয়েছে তার বাজারমূল্য ৮০০ টাকার বেশি নয়। আমি মনে করি, তারা আমার মত আরও অনেকের সঙ্গে এমন প্রতারণা করেছে।’

এস পরিবহন রাঙামাটির শাখার ব্যবস্থাপক আবুল বাশার বলেন, ‘ইদানিং অনলাইনের মাধ্যমেও পণ্য কেনাকাটা জনপ্রিয় হয়ে উঠেছে। কিন্তু অনেকেই অনলাইনে পণ্য কিনে প্রতারণার শিকার হচ্ছেন। বিশেষ করে চাহিদা অনুযায়ী সঠিক পণ্য সরবরাহ না করা এবং করলেও নিম্নমানের পণ্য সরবরাহ করার ঘটনা প্রায়ই ঘটছে। আমি মনে করি, সবাইকে যাচাই-বাচাই করে ভালোমানের অনলাইন শপিং পেজ কিংবা প্রতিষ্ঠানগুলো থেকে কেনাকাটা করা উচিত। এতে করে প্রতারণার শিকার হতে হবে না কাউকে।’

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!