শেষ পর্যন্ত আওয়ামী লীগ আস্থা রাখলেন দলের দীর্ঘ দিনের পরীক্ষিত ত্যাগী নেতা নগর আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সম্পাদক রেজাউল করিম চৌধুরীর ওপর। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে তিনিই হলেন নৌকার মাঝি।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে তার নাম ঘোষণা করেন দলের মনোনয়ন বোর্ড।
রেজাউল করিম চৌধুরী চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে এবিএম মহিউদ্দিন চৌধুরী ও এনামুল হক দানুর কমিটিতে তিনি সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। পেশাগত জীবনে তিনি ঠিকাদারি ব্যবসায়ের সাথে জড়িত।
রেজাউল করিম চট্টগ্রামের সম্ভ্রান্ত পরিবারের সন্তান। তাঁর পূর্বপুরুষের নামেই বিখ্যাত ‘বহদ্দারহাট’ নামকরণ হয়েছে। তিনি মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। রাজনৈতিক জীবনে শুধুই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকেই আদর্শ হিসেবে গ্রহণ করে স্থানীয়ভাবে কোন গ্রুপে গা ভাসাননি রেজাউল করিম।
চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়নে চেয়েছিলেন বর্তমান মেয়র আ জ ম নাছির উদ্দিনসহ ১৯ জন নেতা।
এফএম/সিপি