বাস—মাইক্রো সংঘর্ষে প্রাণ গেল মাইক্রো চালকের

0

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের জোয়ারিয়ানালা গুচ্ছগ্রাম এলাকায় যাত্রীবাহি মারছা পরিবহণ ও মাইক্রোবাসের মুখোমুখি সংর্ঘষে মাইক্রো চালক নিহত হয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত চালকের নাম সুজন। সে কক্সবাজার শহরের বৈদ্যঘোনার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়- মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রামমুখী যাত্রীবাহি মারছা পরিবহনের একটি বাসের সাথে কক্সবাজারমুখী দ্রুতগামী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হয় নোহা মাইক্রোবাসের চালক সুজন।

s alam president – mobile

ঘটনার সত্যতা নিশ্চিত করে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের জানান-মারছা বাসটি থানায় নিয়ে যাওয়া হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলেও জানান ওসি।


এসএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!