ফটিকছড়ি থানায় করোনার থাবা, ৮ পুলিশ আক্রান্ত

চট্টগ্রাম জেলা ফটিকছড়ি থানার ৮ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে দুইজন এসআই, একজন এএসআই ও পাঁচজন কনস্টেবল রয়েছেন।

মঙ্গলবার (২ জুন) রাতে প্রকাশিত রিপোর্টে তাদের নমুনা পজিটিভ আসে।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে চট্টগ্রামের পুলিশ সুপার এসএম রশিদুল হক চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ফটিকছড়ি থানা পুলিশ সদস্যদের নমুনা সংগ্রহ করা হয়েছিল ২৯ মে। তাদের রিপোর্টে কয়েকজন পজিটিভ পাওয়া গেল। তাদেরকে থানার ব্যারাকে আইসোলেশনে রাখা হয়েছে। তবে তারা সুস্থ আছে।

হাটহাজারী সার্কেলের সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ আল মাসুম বলেন, ফটিকছড়ি থানার কয়েকজন পুলিশের জ্বর থাকায় তাদের আগে থেকেই আলাদা করে রাখা হয়েছিল।

থানার সবাই সর্তক আছে। পরবর্তীতে সব পুলিশ সদস্যের করোনা পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে।

এএস/এসএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!