পটিয়ার ছনহরার চেয়ারম্যান হলেন দৌলতী

পটিয়ার ছনহরা ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আবদুর রশিদ দৌলতী বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

বুধবার (১৫ জুন) সন্ধ্যায় উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা আরাফাত আল হোসাইনী বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, বুধবার সকাল ৯টা হতে বিকাল ৫টা পর্যন্ত ছনহরা ইউপির ৯টি কেন্দ্রের প্রাপ্ত ভোট হিসেব করে ১৩ হাজার ১৯ ভোটের বিপরীতে স্বতন্ত্র প্রার্থী আবদুর রশিদ দৌলতী মোটরসাইকেল প্রতিকে ৫ হাজার ৭৯৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সাহাব উদ্দিন পেয়েছেন ১২৪ ভোট।

এছাড়া সাহাব উদ্দিনসহ অরেক স্বতন্ত্র প্রার্থী জাহেদুল হকের জামানত বাজেয়াপ্ত হবে।

এর আগে গতকাল সোমবার (১৩ জুন) আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী মামুনুর রশিদ রাসেলের মনোনয়ন বাতিল হলে শেষ মুহূর্তে তিনি নির্বাচন থেকে ছিটকে পড়েন।

এদিকে এবারই প্রথম পটিয়ার কোনো ইউনিয়ন পরিষদের নির্বাচন আওয়ামী লীগের কোনো প্রার্থী ছাড়া অনুষ্ঠিত হয়েছে। যা নিয়ে উপজেলা জুড়ে আলোচনা-সমালোচনার চলছে।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!