নৌকার সাথে উদ্ধার হলো মাঝির মরদেহ, পড়ে ছিলেন কেবিনেই

নৌকা ডুবির তিনদিন পর নৌকার কেবিনে পাওয়া গেলো মাঝির মরদেহ। নৌকার বরফ রাখার কেবিনে পড়ে ছিল হতভাগা সেই মাঝির লাশ।

রোববার (১৪ নভেম্বর) রাতে কর্ণফুলী নদীর শিকলবাহা এলাকায় নৌকাটি ডুবে যায়। বুধবার (১৭ নভেম্বর) সকালে নৌকা উদ্ধারের পর মাঝির মরদেহ পাওয়া যায়।

নিহতের নাম মো. মহিউদ্দিন (৩৫)। তিনি সাতকানিয়া উপজেলার খাগরিয়ার বাসিন্দা।

চট্টগ্রামের সদরঘাট নৌ থানার উপ পুলিশ পরিদর্শক মাহবুব হোসেন চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘রোববার মধ্যরাতে শিকলবাহা খালে ইঞ্জিনচালিত একটি নৌকায় পানি ঢুকে নৌকাটি ডুবে যায়। সে সময় সম্ভবত মাঝি নৌকার কেবিনে ঘুমিয়ে ছিলেন। নৌকা ডুবে গেলে মাঝির মৃত্যু হয়।’

তিনি বলেন, ‘বুধবার সকালে নৌকা উদ্ধারের পর তার লাশ কেবিনে পাওয়া যায়। মাঝির স্বজনরা ময়নাতদন্ত ছাড়া মরদেহ নেয়ার জন্য জেলাপ্রশাসনের কাছে আবেদন করে। জেলাপ্রশাসন থেকে অনুমোদনের পর মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার রাতে শিকলবাহা এলাকার সেভেন রিংস সিমেন্ট কারখানার সামনে নদীতে নৌকা নোঙর করে মহিউদ্দিন ও তার এক সহযোগী ঘুমাতে যায়। এরপর নৌকা তলিয়ে গেলে মহিউদ্দিন নৌকা থেকে বের হতে পারেননি।

আরএম/কেএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!