আগুন আতঙ্কে চমেক হাসপাতালে হুলস্থুল কাণ্ড

আগুন আতঙ্কে হুলস্থুল কাণ্ড ঘটে গেছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। বুধবার (১৭ নভেম্বর) বিকেল সাড়ে পাঁচটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ৩২নং নবজাতক ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

জানা যায়, বৈদ্যুতিক ওয়েল্ডিং মেরামতের সময় ছিটানো আগুন দেখে রোগীর স্বজনদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওয়ার্ড জুড়ে শুরু হয় আগুন আগুন বলে চিৎকার-চেচাঁমেচি।

হাসপাতালের ৩২নং নবজাতক ওয়ার্ডে মায়েরা তাদের অসুস্থ বাচ্চাকে কোলে নিয়ে প্রবেশমুখে হাজির। বাইরে অপেক্ষমান অভিভাবকদের দরজা খুলে দেয়ার তাগিদ। অবশেষে পুলিশ, আনসার, হাসপাতালের কর্মচারীরা গিয়ে পরিস্থিতি আয়ত্তে আনেন। পরে দেখা যায় এটি ওয়েল্ডিং মেশিনের ছিটানো আগুন।

হাসপাতালে ৩২ নং ওয়ার্ডে কর্মরত আনসার ইমরান মুঠোফোনে চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ওয়ার্ডের বাইরে বারান্দায় নতুন থাই জানালা লাগানোর কাজ চলছিল। মিস্ত্রিরা করছিলেন ওয়েল্ডিংয়ের কাজ। বিকেল সাড়ে পাঁচটার দিকে কাজ চলাকালীন ওয়েল্ডিংয়ের সময় আগুনের ফুলকি দেখে চিৎকার দিয়ে এক মা তার বাচ্চা নিয়ে দৌড়ে বের হয়ে আসতে চেষ্টা করে।

এ অবস্থা দেখে অনান্য মায়েরাও অসুস্থ বাচ্চাকে নিয়ে বাইরে আসতে হুড়োহুড়ি ফেলে দেয়। আর বাইরে অপেক্ষমান থাকা অভিভাবক, স্বজনরা চিৎকার শুরু করে দেয় প্রবেশ দরজা খুলে দেয়ার জন্য।

রোগী, স্বজন, ডাক্তার, নার্স-সহ শ’তিনেক লোকের চিৎকারে এক ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে হাসপাতালে আনসার, পুলিশ, কর্মচারীরা গিয়ে সবাইকে বুঝিয়ে পরিস্থিতি অনুকূলে আনে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজনও ঘটনাস্থলে হাজির হয় বলে জানান আনসার ইমরান।

আইএমই/কেএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!