নিজের গুলিতে আত্মহত্যার চেষ্টা পুলিশ কনস্টেবলের : আশংকাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি

0

প্রতিদিন রিপোর্ট :

চট্টগ্রাম নগরীর বন্দরের তিন নম্বর গেট এলাকায় নিজের গুলিতে গুলি করে আত্মহত্যার চেষ্টা করেছে দায়িত্বরত এক পুলিশ কনস্টেবল। কর্মরত অপর সহকর্মীরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করালে সে এখন চিকিৎসাধিন আছে বলে জানা গেছে।

bccnews24-com-shot_guli-biddha

s alam president – mobile

মঙ্গলবার বিকেলে এ দুর্ঘটনাটি ঘটে। আত্মহননের চেষ্টাকারী কনস্টেবলের নাম আনন্দ বড়ুয়া (২২)।
সিএমপির বন্দর থানার ওসি একেএম মহিউদ্দিন সেলিম জানান, বন্দর থানার কনস্টেবল আনন্দ বড়ুয়া ঘটনার সময় বন্দরের তিন নম্বর গেটে দায়িত্ব পালন করছিলেন। এ সময় সে তার রাইফেল দিয়ে গলায় গুলি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন।

এদিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) জাহাঙ্গীর জানান, আনন্দ বড়ুয়া দায়িত্ব পালনকালে অসর্তকতার কারণে তার অস্ত্র থেকে গুলি বেরিয়ে আহত হয়েছেন।

তাকে আহতাবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ১৯ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।

 

Yakub Group

রিপোর্ট : সুমন কুমার দে

এ এস / জি এম এম / আর এস পি :::

 

 

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!