ডেঙ্গু প্রতিরোধে নগর আওয়ামী লীগের সচেতনতা অভিযান

ডেঙ্গু প্রতিরোধে নগর আওয়ামী লীগের সচেতনতা অভিযান শুরু হয়েছে। শুক্রবার সকালে দারুল ফজল মার্কেটস্থ দলীয় কার্যালয় এলাকা থেকে নিউমার্কেট, রেয়াজ উদ্দিন বাজার, স্টেশন রোডসহ সংশ্লিষ্ট এলাকায় ফগার মেশিন ও স্প্রেয়ারের মাধ্যমে মশক নিধন ঔষুধ ছিটানো হয়েছে। একই সাথে পরিচ্ছন্ন কর্মীরা সংশ্লিষ্ট এলাকার নালা নর্দমা পরিষ্কারকরণ কর্মসূচি পরিচালনা করেন।

নগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিনের নেতৃত্বে এই গনসচেতনতা অভিযান পরিচালিত হয়। ডেঙ্গু প্রতিরোধে অভিযান শুরুর আগে কার্যালয় চত্বরে আয়োজিত সমাবেশে সংগঠনের সাধারণ সম্পাদক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেন, ‘আওয়ামী লীগ জনগণের দল। জনগণের বিপদে নিজেকে বিলিয়ে দেয়ার মন্ত্রে উজ্জীবিত আওয়ামী লীগের নেতাকর্মীরা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশব্যাপী সচেতনতা অভিযান পরিচালনার জন্য নেতৃবৃন্দকে নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে চট্টগ্রাম মহানগরের প্রতিটি ওয়ার্ড, থানা কমিটিকে ইতোমধ্যে অবহিত করা হয়েছে।’

অনুষ্ঠানে নগর আওয়ামী লীগের সম্পাদক মন্ডলীর সদস্য, কার্যকরী পরিষদ সদস্য, ওয়ার্ড, থানা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এডি/আরিফ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!