চট্টগ্রাম শিক্ষা বোর্ডের নতুন পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক এএমএম মুজিবুর রহমান।
রোববার (৫ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে নিয়োগ দেওয়া হয়। এর আগে ১২ দিন পরীক্ষা নিয়ন্ত্রকের পদ শূন্য ছিল।
জানা গেছে, ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজের ইংরেজি বিভাগ থেকে প্রেষণে তাকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের নতুন পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
নতুন পদায়ন ও প্রেষণে নিয়োগ দেওয়া শিক্ষা কর্মকর্তাদের আগামী ১২ নভেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হতে বলা হয়েছে।
এআইটি/ডিজে