ঘর পুড়ে গেল গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে, ৯ জন হাসপাতালে

0

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মুছাপুর ইউনিয়নে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিনটি বসতঘর পুড়ে গেছে। শুক্রবার (২২ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে মুছাপুর বদিউজ্জামান বিদ্যালয়ের পূর্ব পাশে চান্দের গো মসজিদ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

ফরহাদুল ইসলাম নামে এক প্রত্যক্ষদর্শী জানান, মাটির চুলার পাশে গ্যাসের সিলিন্ডার রাখা ছিলো। চুলার কাঠের লাকরি জ্বলে উপরে উঠে গ্যাস সিলিন্ডারে লাগে এতে সিলিন্ডার বিস্ফোরণ হয়ে মুহূর্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।

৯৯৯ এ কল করার পর ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন নেভানোর চেষ্টা করতে গিয়ে ৯ জন আহত হয়। আহতদের সন্দ্বীপ উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

s alam president – mobile

সন্দ্বীপ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার কিরিটি রঞ্জন বড়ুয়া জানান, সিলিন্ডার লিকেজ হয়ে আগুনের সূত্রপাত হয়, এতে ৩টি টিনশেড ঘর পুড়ে গেছে। আনুমানিক ৭ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

কেএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!