এবার ‘একটা একটা সাইজ’ করার হুমকি সাংসদ নদভীর (ভিডিওসহ)

‘আমি যেমন তেমন এমপি না’

0

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সাতকানিয়া-লোহাগাড়া আসনের সাংসদ ড. আবু রেজা নদভীর আরও একটি ভিডিও ভাইরাল হয়েছে। যে ভিডিওতে নদভী বলেছেন, ‘আমি যেমন তেমন এমপি না।… যারা থ্রেট দিচ্ছেন তাদেরকে আমরা চিনি, একটা একটা সাইজ করবো।’

রোববার (১ মার্চ) থেকে ভাইরাল হওয়া ১ মিনিট ৫০ সেকেন্ডের ভিডিওতে তিনি বলেন, ‘আমি শুধু একটু কথা বলবো। হাফিজুর রহমান কুয়াকাটা সাবকে এখানে দাওয়াত দেওয়ার পরে অপপ্রচার করছে, থ্রেট দিছে। আমি যেমন তেমন এমপি না। যারা অপপ্রচার করছে, ভবিষ্যতে করবে, থ্রেট দিবে তাদের অবস্থান বাংলাদেশে থাকবে না। হাফিজুর রহমান কুয়াকাটা প্রতি বছর এখানে আসবেন। দুই ঘন্টা ওয়াজ করবেন। দুই দিনব্যাপী অনুষ্ঠান হবে। চুনতি সিরাতুন্নবী মাহফিলেও দুই ঘন্টা ওয়াজ করবেন। যারা থ্রেট দিচ্ছেন তাদেরকে আমরা চিনি, একটা একটা সাইজ করবো।’

s alam president – mobile

সাম্প্রতিক সময়ে নানা বিতর্কের মধ্য দিয়ে যাওয়া সরকারি দলের এই সাংসদ বলেন, ‘হাফিজুর রহমান কুয়াকাটার ওয়াজের মধ্যে রুহানিয়াত আছে, রাব্বানিয়াত আছে, ক্বালবী তাশিশ আছে এবং উনি কুরআন সুন্নাহভিত্তিক ওয়াজ করেন। এর বাহিরে আর কোন কিছু করে না।’ বক্তব্যের শেষ দিকে তিনি চট্টগ্রামের কয়েকজন প্রসিদ্ধ আলেমের ওয়াজের সাথে হাফিজুর রহমান কুয়াকাটা হুজুরের তুলনা করে বক্তব্য রাখেন।

জানা গেছে, রোববার (১ মার্চ) সাতকানিয়া মাদার্শা বাবুনগর মাদ্রাসা ইয়াছিন মক্কী আল্ কাছেমিয়্যাহ হেফজখানা এতিমখানা ও আল্লামা নুরুল হুদা স্মৃতি সংসদের যৌথ উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলনের আহবায়ক ছিলেন সাংসদ নদভী। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন হেফাজতের আমীর আল্লামা শাহ আহমদ শফি।

আল্লামা আহমদ শফী বলেন, ‘ওলামায়ে কেরামদের প্রচেষ্টার কারণে সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়সহ সকল সম্প্রদায়ের লোকেরা শান্তিপূর্ণ সহাবস্থানে বসবাস করছে। ইসলাম সবসময় মানবাধিকার, শান্তি, নিরাপত্তা ও সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠার কথা বলে, অমুসলিম সম্প্রদায়কে নিরাপত্তা দানের কথা বলে। এ দেশে মানবপ্রাচীর তৈরি করে মন্দির পাহারা দেয়ার নজির আমরা দেখিয়েছি। অথচ ভারতে এর উল্টো চিত্র আমরা দেখতে পাচ্ছি।’

Yakub Group

মহাসম্মেলনে বিশেষ অতিথি ছিলেন আল জামেয়া আল ইসলামিয়া পটিয়ার মহাপরিচালক আল্লামা শাহ আব্দুল হালিম বোখারী। প্রধান বক্তা (ওয়ায়েজ) ছিলেন আল্লামা হাফিজুর রহমান ছিদ্দিকী কুয়াকাটা।

ফজরের নামাজের পর থেকে রাত সাড়ে দশটা পর্যন্ত অনুষ্ঠিত মহাসম্মেলনের বিভিন্ন অধিবেশনে সভাপতিত্ব করেন প্রবীণ আলেম আল্লামা হাবিবুল্লাহ, মুফতি গোলাম কাদের, সরওয়ার কামাল আজিজি, মাওলানা আব্দুল মোবিন, মাওলানা আমির আহমদ।

এফএম/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!