আগরতলা-চট্টগ্রাম বাস চালু করতে চাইছে বাংলাদেশের ট্যুর অপারেটররা

0

ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলা থেকে ঢাকা হয়ে চট্টগ্রামের মধ্যে সরাসরি বাস সার্ভিস চালুর প্রস্তাব দিয়েছে বাংলাদেশের ট্যুর অপারেটররা।

মঙ্গলবার (১২ এপ্রিল) ত্রিপুরার পর্যটনবিষয়ক মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

প্রণজিৎ সিংহ বলেছেন, ‘আমরা প্রস্তাবটির বিষয়ে কাজ করছি। ভারত সরকার অনুমোদন দিলে এটি সম্ভব হবে। বাংলাদেশের ট্যুর অপারেটরদেরও তাদের সরকারের মাধ্যমে প্রস্তাবটি উত্থাপন করতে বলা হয়েছে।’

s alam president – mobile

তিনি আরও বলেন, ‘ত্রিপুরার পর্যটকরা তাদের অতীত স্মরণ করতে চট্টগ্রাম যেতে আগ্রহী।’

মন্ত্রী জানান, ২০১৯ সালে প্রায় ১ লাখ ২০ হাজার মানুষ ত্রিপুরার পর্যটনকেন্দ্রগুলোতে ভ্রমণ করেছেন। তাদের মধ্যে ৮০ শতাংশই ছিলেন বাংলাদেশের নাগরিক।

কোভিড-১৯ মহামারির কারণে দুই বছর বন্ধ থাকার পর আগরতলা-কলকাতা হয়ে ঢাকার বাস সার্ভিস আবার চালু হয়েছে। খুব শিগগিরই এ রুটে আরেকটি বাস চালু করা হবে বলে আশা করা হচ্ছে।

Yakub Group

সিংহ রায় বলেন, ‘ভারত-বাংলাদেশ পর্যটন উৎসবের দ্বিতীয় ধাপে প্রতিবেশী দেশে পর্যটন চালুর জন্য রাজ্যের পর্যটন বিভাগ এবং বাংলাদেশের ট্যুর অপারেটরদের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে।’

আগামী ১৭ এপ্রিল থেকে ৩ দিনব্যাপী ট্যুরিজম ইভেন্ট শুরু হবে এবং বাংলাদেশ থেকে ৭৫ সদস্যের একটি প্রতিনিধিদল উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

বাংলাদেশ দলে ট্যুর অপারেটরস, হোটেল মালিক, সাংস্কৃতিক কর্মী, বুদ্ধিজীবী ও রাজনৈতিক ব্যক্তিত্বরা থাকবেন বলে জানা গেছে।

পশ্চিমবঙ্গ এবং আসামের ট্যুর অপারেটররাও বাংলাদেশ-ভারত পর্যটন উৎসবে অংশ নেবেন। ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব উৎসবের উদ্বোধন করবেন।

২০২০ সালে প্রথমবারের মতো বাংলাদেশ-ভারত পর্যটন উৎসবের আয়োজন করা হয়। তবে গত বছর কোভিড মহামারির কারণে উৎসব অনুষ্ঠিত হয়নি।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm