পাহাড় কেটে ঘর তৈরির অভিযোগে মামলা

পাহাড় কেটে ঘর তৈরির অভিযোগে মামলা 1নিজস্ব প্রতিবেদক : পাহাড় কেটে ঘর তৈরির অভিযোগে এক ব্যবসায়ীসহ চারজনের বিরুদ্ধে মামলা করেছে পরিবেশ অধিদপ্তর। মঙ্গলবার আকবর শাহ থানায় এ মামলাটি করেন অধিদপ্তরের চট্টগ্রাম মহানগর কার্যালয়ের হিসাবরক্ষণ কর্মকর্তা ও সহকারী পরিদর্শক খন্দকার মো. তাহাজ্জুত আলী।

মামলার আসামিরা হলেন- ব্যবসায়ী নুর নবী মারুফ (৩০) এবং মাটি কাটার শ্রমিক সোহাগ (৩০), রহমত উল্লাহ (৪৫) ও আব্দুর রাজ্জাক (৪২)। আসামি হওয়া তিন শ্রমিক ইতিমধ্যে গ্রেফতার হয়েছেন।

পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা মো. তাহাজ্জুত আলী বলেন, ব্যবসায়ী নুর নবী মারুফ নগরীর অকবর শাহ থানার পূর্ব ফিরোজ শাহ কলোনির বাসিন্দা। তার নির্দেশে আকবর শাহ থানার ই-ব্লকের কবরস্থানের পাহাড়ের চূড়ায় কাঁচা ঘর নির্মাণের জন্য ১২ ফুট দৈর্ঘ্য এবং ১০ ফুট প্রস্থের পাহাড় কাটছিল শ্রমিকরা।

তিনি বলেন, পাহাড় কাটার সময় সোমবার সন্ধ্যায় শ্রমিকদের আটক করে পরিবেশ অধিদপ্তরের অভিযান দল। এসময় মাটি কাটার ও ঘর নির্মাণের সরঞ্জাম উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ৬ (খ) ও ১২ ধারায় মামলা করা হয়েছে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!