১১ অক্টোবর জিয়াউল হক মাইজভান্ডারীর ওরশ

১১ অক্টোবর জিয়াউল হক মাইজভান্ডারীর ওরশ 1নিজস্ব প্রতিবেদক : ফটিকছড়ি উপজেলার সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারীর ২৯ তম বার্ষিক ওরশ উদযাপন উপলক্ষে মিট দ্য প্রেস অনুষ্ঠান করেছে শাহানশাহ্ জিয়াউল হক মাইজভান্ডারী ট্রাষ্ট। মঙ্গলবার সকালে মাইজভান্ডার গাউছিয়া হক মনজিলের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে।

ট্রাষ্টের সমন্বয়ক ও প্রশাসনিক কর্মকর্তা তানবীর হোসাইনের সঞ্চালনায় এতে লিখিত বক্তব্য পাঠ করেন ট্রাষ্টের সদস্য সচিব এ এন এম এ মোমিন।

তিনি লিখিত বক্তব্যে বলেন, ‘পবিত্র কুরআন-হাদিসের মর্মানুযায়ী আমরা সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর ২৯তম উরস উদ্্যাপন করছি। পবিত্র কুরআনের মর্মানুযায়ী মৃত ব্যক্তির জন্ম, জীবনী, শিক্ষা, কর্মকান্ড, মতাদর্শ তথা সার্বিক জীবন দর্শন আলোচনা-পর্যালোচনার মাধ্যমে সেগুলি অনুসরণ ও অনুকরণ করাই ‘উরস’ পালনের মূল উদ্দেশ্য।’

লিখিত বক্তব্যে তিনি আরো বলেন, ‘আল্লাহ সবচেয়ে অপছন্দনীয় কাজ ফেতœা-ফাসাদ সৃষ্টি করা। এই ফেতœা পরিহার করার লক্ষ্যে আমরা বর্তমান বছরে ‘উরস্’ এ আমাদের লক্ষ্য বা উদ্দেশ্য বাস্তবায়নে ‘সংঘাত নয় সংলাপ’ কে প্রতিপাদ্য নির্ধারণ করেছি। আমাদের সকল কর্মকান্ডে আমরা সংঘাত তথা ফিত্্না ফাসাদ, রক্তপাতের মতো ঘৃণ্য পন্থা পরিহার করে পূর্ণ মর্যাদা ও সম্মানের সাথে আনন্দময় পরিবেশে সংলাপের মাধ্যমে সকল সমস্যার সমাধান করব। সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারীর ভক্ত অনুসারীরা তাদের আগামী বছরের কর্ম পদ্ধতিতে ও জীবন ধারায় এই নীতি বাস্তবায়ন করবেন।’

অনুষ্ঠানে আগামী ১১ অক্টোবর বার্ষিক ওরস মাহফিল সম্পন্ন করার জন্য সকলের সর্বাত্মক সহযোগীতা কামনা করেন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!