লোহাগাড়ায় বাপ্পী হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

লোহাগাড়ায় ছাত্রলীগ নেতা মাহবুবুর রহমান বাপ্পী হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৩ জুন) রাত ২টায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।

গ্রেপ্তার সালাহ উদ্দিন হিরু (২৭) উপজেলার আমিরাবাদ সুখছড়ি গ্রামের আবদুর বর বাড়ির মোহাম্মদ আলীর ছেলে।

অভিযান পরিচালনা করেন লোহাগাড়া থানার পরিদর্শক বিকাশ রুদ্র ধর। তিনি জানান, হিরু ছাত্রলীগ নেতা বাপ্পী হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। আজ সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, ২০১৩ সালের ১০ নভেম্বর রাতে উপজেলার আমিরাবাদের পুরান বিওসি এলাকায় মাহবুবুর রহমান বাপ্পীকে গলা কেটে হত্যা করা হয়। বাপ্পী লোহাগাড়া উপজেলার বার আউলিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি ছিলেন। হত্যাকাণ্ডের পরদিন বাপ্পীর মা জেসমিন আক্তার বাদী হয়ে ১১ জনকে আসামি করে লোহাগাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!