শেষ ধাপে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অনুপস্থিত ১২৫৭০ জন

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় রেকর্ডসংখ্যক আবেদন জমা পড়লেও শেষ ধাপে অনুপস্থিত ১২ হাজার ৫৭০ জন চাকরিপ্রত্যাশী পরীক্ষার্থী।

শেষ ধাপে পরীক্ষার্থী ছিল ৪৯ হাজার ১৮৯ জন। তার মধ্যে উপস্থিত ছিলেন ৩৬ হাজার ৬১৯ জন।

মোট আবেদন জমা পড়েছে ৯৮ হাজার ৯৭০টি। প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশ নিয়েছে ৭২ হাজার ১৯৬ জন এবং অনুপস্থিত ছিলেন ২৬ হাজার ৭৭৪ জন।

শুক্রবার (২৮ জুন) সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

জেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা যায়, সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশ নিতে শেষ ধাপে চট্টগ্রামের বাকি ৮টি উপজেলার ৪৯ হাজার ১৮৯ জন পরীক্ষার্থী আবেদন করেন। এর মধ্যে পরীক্ষায় অংশ নেন ৩৬ হাজার ৬১৯ জন।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাসরিন সুলতানা চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘শেষ ধাপে ৪৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৫৩টি কেন্দ্রে সুষ্ঠু ও সুন্দরভাবে শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তবে পরীক্ষায় অসাদুপায় অবলম্বনের দায়ে গতবারের মতো ৩ পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে।’

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!