ইবতেদায়ী মাদ্রাসা জাতীয় করণ দাবী

ইবতেদায়ী মাদ্রাসা জাতীয় করণ দাবী 1বাংলাদেশ ইবতেদায়ী শিক্ষক সমিতি ফাউন্ডেশনের চট্টগ্রাম জেলা সভাপতি আল্লামা আলহাজ্ব নুরুল বারী বলেছেন,- জাতীয় জীবনে একটি সুস্থ, স্থিতিশীল ও মানবিক মুল্যবোধ সম্পন্ন সামজ প্রতিষ্ঠার ক্ষেত্রে নৈতিকতা সমৃদ্ধ শিক্ষার কোন বিকল্প নেই। এ মহান লক্ষ্য বাসতবায়নে দেশের প্রায় ৭০০০ ইবতেদায়ী মাদ্রাসা নিরবচ্ছিন্ন কাজ আঞ্জাম দিয়ে যাচ্ছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, এসব প্রতিষ্ঠান সমূহ সরকারী সর্বপ্রকার সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। যৎকারণে এসব প্রতিষ্ঠান সংশ্লিষ্ট প্রায় ৩৪ হাজার সম্মানিত শিক্ষক কর্মচারীরা খুবই মানবেতর জীবন যাপন করছে। দেশের প্রায় সব বেসরকারী প্রাথমিক বিদ্যালয় সমূহ ক্রমান্বয়ে সরকারীকরণ হলেও ইবতেদায়ী মাদ্রাসা সমূহ সরকারের নিকট একেবারেই অপাংক্তেয়। অথচ নৈতিকতা সমৃদ্ধ একটি আদর্শ প্রজন্ম গঠনে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষা কোনভাবেই উপেক্ষিত হবার নয়। তাই অবিলম্বে ২০১৭ সালের জানুয়ারী থেকে সকল সংযুক্ত ইবতেদায়ী মাদ্রাসাকে জাতীয়করন, কর্মরত শিক্ষকদের চাকুরী সরকারীরকরণ, শিক্ষকদেরকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ন্যায় সিনিয়র বেতন স্কেল প্রদান, ১০০% শিক্ষার্থীকে উপবৃত্তি প্রদাননের ঘোষনা কার্যকর, শিক্ষকদের প্রশিক্ষণ ব্যবস্থা চালু করা, ইবতেদায়ী মাদ্রাসা সমূহকে পৃথকীকরণের মাধ্যমে আলাদা ভবন নির্মান করা, সর্বোপরি শিক্ষকদের ইনডেক্স নম্বরের অধিকার প্রদান করত: উচ্চ পদে নিয়োগের সুযোগ প্রদান সহ ৬ দফা দাবী বাস্তবয়নের জন্য সরকারের নিকট জোর দাবী জানান।

বাংলাদেশ ইবতেদায়ী শিক্ষক সমিতি ফাউন্ডেশন চট্টগ্রাম জেলার উদ্যোগে  ২৬ অক্টোবর ২০১৭ইং বৃহস্পতিবার বেলা ১১টায় পাহাড়তলীস্থ একে খান মোড়ে অনুষ্ঠিত মানবন্ধন কর্মসূচীতে তিনি উপরোক্ত মন্তব্য করেন। বাংলাদেশ ইবতেদায়ী শিক্ষক সমিতি ফাউন্ডেশনের চট্টগ্রাম জেলা সভাপতি আলহাজ্ব আল্লামা নুরুল বারীর সভাপতিত্বে অনুষ্ঠিত মানবন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,- মাওলানা আব্দুর রহমান, মাওলানা নুরুল আলম, মাওলানা আবুল কালাম আজাদ, মাওলানা আব্দুল মান্নান,মাওলানা রবিউল হোসেন, মাওলানা শামছুল হক ও মাওলানা দিদারুল আলম ভুঁইয়া প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি ।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!