চন্দনাইশ পৌরসভার ৫৬ কোটি টাকার বাজেট ঘোষণা

চন্দনাইশ পৌরসভার ৫৬ কোটি টাকার বাজেট ঘোষণা 1নুরুল আলম, চন্দনাইশ ঃ চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভার ২০১৭-১৮ আর্থিক সনের বাজেট ঘোষণা করা হয়েছে। প্রায় ৫৩ কোটি ১০ লক্ষ টাকা ব্যয় পরিকল্পনা হিসাব করে চন্দনাইশ পৌরসভার মেয়র মাহবুল আলম খোকা আজ ১৯ জুন সোমবার অপরাহ্নে পৌরসভা মিলনায়তনে আনুষ্ঠানিক এ বাজেট ঘোষণা করেন। বর্তমান মেয়রের দায়িত্বকালীন সময়ে ইহা দ্বিতীয় বাজেট। রাজস্ব ও উন্নয়ন খাত মিলে আয়ের উৎসগুলো হল: গৃহ ভূমির উপর কর, স্থাবর সম্পত্তি হন্তান্তর কর, ইমরাত, পুন: নির্মাণ, পেশা, ব্যবসা ও ঠিকাদারী, জন্ম ও বিবাহ, বিজ্ঞাপন (সাইনবোর্ড), লাইটিং, লাইসেন্স( ঠিকাদারী), পশু জবাই, পৌর মাকের্টের সংস্কার, মেলা, কৃষি প্রদর্শনী, হাট বাজার ইজারা, রোড রোলার মিক্সার মেশিন ভাড়া, অন্য সংস্থা কর্তৃক রাস্তা কর্তনের ক্ষতিপূরণ, বিভিন্ন সার্টিফিকেট, ফরম, দরপত্র সিডিউল, জলমহাল, বালু মহাল, খাল ইত্যাদি নিলাম, মার্কেট নিলাম সেলামী, পার্কিং কর, স্বল্প মূল্যে সেনিটারী ল্যাট্রিন বিতরণ,সরকারী সাহায্য মঞ্জুরী (উন্নয়ন খাত ব্যতিত), কর্মচারীদের বেতন ভাতা মঞ্জুরী, ত্রাণ/খয়রাতি সাহায্য, ঔষধ সামগ্রী ক্রয় ইত্যাদি। অপরদিকে উন্নয়ন খাত হতে সরকারী অনুদান ১১ কোটি ৫০ লক্ষ টাকা, রাজস্ব উদ্বৃত ৩০ লক্ষ টাকা ও সরকারী অন্যান্য উৎস হইতে প্রাপ্ত সাহায্য ৪১ কোটি ৩০ লক্ষ টাকাসহ মোট ব্যয় ধরা হয়েছে ৫৩ কোটি ১০ লক্ষ টাকা। উল্লেখযোগ্য ব্যয়ের খাতগুলো হল : মেয়র ও কাউন্সিলরদের বেতন ভাতা ২৫ লক্ষ টাকা, কর্মচারীদের বেতন ভাতা ৯৫ লক্ষ টাকা, যানবাহন মেরামত ও জ্বলানী ১০ লক্ষ টাকা, আসবাবপত্র, অফিস ইকুইপমেন্ট ক্রয়, ষ্টেশনারী মুদ্রন, টেলিফোন, বিদ্যুৎ বিল, আনুষাঙ্গিক ব্যয়, স্বাস্থ ও পয়প্রণালী ৩৯ লক্ষ ৫০ হাজার টাকা, কর আদায় (বিভিন্ন রেজিষ্ট্রার, ফরম, রশিদ বই), বৃক্ষরোপন ও রক্ষণাবেক্ষণ, হাট বাজার উন্নয়, বৈদ্যুতিক বাতি স্থাপন ও রক্ষণাবেক্ষণ, পৌরমার্কেট নির্মাণ বাবদ ৫ কোটি টাকা, অডিটরিয়াম কাম কমিউনিটি নির্মাণ, জমি অধিগ্রহণ ক্রয়, সেনিটেশন ইত্যাদি খাতে ৫৩ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। বাজেট অধিবেশণের পূর্বে ঞখঈঈ (টাউন লেবেল কো-অর্ডিনেশন কমিটি) সভা অনুষ্ঠিত হয় এবং চন্দনাইশ পৌরসভার ওয়েব সাইট উদ্বোধন করা হয়। ঞখঈঈ মিটিং ও বাজেট অধিবেশনে প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, অধ্যাপক মীর কাশেম, ডা. রবিউল হোসেন, এনজিও প্রতিনিধি নুরুল হক, প্রধান শিক্ষক বিজয়ানন্দ বড়–য়া, প্রভাষক রেহেনা আকতার, বিশিষ্ট সমাজকর্মী রমিজ আহমদ, কাউন্সিলর মোজাম্মেল হক চৌধুরী, সমাজকর্মী নুরুল আলম মাষ্টার, সাংবাদিক দেলোয়ার হোসেন, শিক্ষিকা অর্চণা সুশীল আলোচনায় অংশগ্রহণ করেন। অধিবেশনে পৌরসভার কাউন্সিলর, মহিলা কাউন্সিলর, পৌরসভার সচিব, প্রকৌশলী, গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। বাজেট ঘোষণার প্রাক্কালে মেয়র মাহবুব “আমাদের স্বপ্ন ও আমাদের পরিকল্পনা” শীর্ষক ১৫টি ভিশন উপস্থাপন করেন। লক্ষ্য ও পরিকল্পনা বাস্তবায়নে তিনি সকলের সহযোগিতা ও পরামর্শ কামনা করেন। তিনি বলেন, সকলের সহযোগিতা পেলে চন্দনাইশ পৌরসভা একটি আধুনিক শহর গড়ে তুলতে সক্ষম হবেন। উল্লেখ্য ২০১৬-১৭ আর্থিক সালে মোট ৬ কোটি ৩৫ লক্ষ টাকার বাজেট ঘোষিত হয়েছিল। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মেয়র মাহবুব জানান, আমার মিশন ও ভিশন রয়েছে এবং তাই এ বিশাল বাজেট প্রস্তুত ও বাস্তবায়ন সম্ভব।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!