দিনরাত আসরেই থাকতো পতেঙ্গার ১৮ জুয়াড়ি

0

দিনরাত আসরেই পড়ে থাকতো পতেঙ্গার ১৮ জুয়াড়ি। অবশেষে মধ্যরাতে আসরে হানা দিয়ে জুয়াড়িদেরকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটলিয়ন (র‌্যাব)। পতেঙ্গার আব্দুল জলিল সড়কের রিয়া মেমোরিয়াল কলোনির আবুল হাসনাতের টিনশেডের ঘর থেকে জুয়া চলাকালে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- মো. ওয়াসিক, মো. মঞ্জুর, হুমায়ুন, আব্দুল মান্নান, সালাউদ্দিন বাড্ডু, মো. আরমান, আলী হোসেন, মো. রাশেদ, নাসির উদ্দিন, ফারুক, আবু হানিফ, বিষ্ণুদাশ, সাহাব উদ্দিন, আক্তারুজ্জামান, মো. রুবেল, আরাফাত হোসেন, সালেহ নুর ও মো. রাশেদ।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৭ এর অপারেশন অফিসার ও সহকারী পুলিশ সুপার মো. মাশকুর রহমান চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, আমাদের কাছে তথ্য ছিল ওই কলোনিতে নিয়মিত জুয়ার আসর বসে। এসে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নিয়ে সর্বশান্ত হচ্ছে। আমরা অভিযানে তার সত্যতা পাই এবং তাদের আটক করি।

s alam president – mobile

তাদের কাছ থেকে ১৭টি মোবাইল সেট, ৩০টি মোবাইল সিমকার্ড, নগদ ৯৯ হাজার ৪৫০ টাকা, ১৬ সেট জুয়ার তাস ও ৯টি মানিব্যাগ জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাগ্রহণ করতে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

এফএম/এসএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!