৯০ হাজার ছাড়ালো করোনা রোগী, সারাবিশ্বে ৮০ লাখ

চট্টগ্রামের ১২ জন নিয়ে আরও ৩৮ মৃত্যু

গত ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়ানোর পর এ ভাইরাসে বিশ্বজুড়ে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৮০ লাখ ছাড়িয়েছে। মৃতের সংখ্যা চার লাখ ৩৫ হাজার প্রায়। অন্যদিকে বাংলাদেশে করোনাভাইরাস প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। প্রথম আক্রান্তের তিন মাস অতিক্রম করার পর প্রতিদিন আক্রান্তের সংখ্যা এখন তিন হাজারের ওপর। দেশে গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরও তিন হাজার ৯৯ জনের দেহে। এ নিয়ে বাংলাদেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৯০ হাজার ৬১৯ জনে। গত ২৪ ঘণ্টায় বাংলাদেশ মারা গেছেন আরো ৩২ জন। এদের মধ্যে ১২ জনই চট্টগ্রাম বিভাগের। এখন পর্যন্ত করোনায় মৃত্যুর সংখ্যা এক হাজার ২০৯ জন।

সোমবার (১৫ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

বুলেটিনে বলা হয়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ৫৮টি ল্যাবে ১৫ হাজার ৩৮টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে আরো তিন হাজার ৯৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ফলে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯০ হাজার ৬১৯ জনে।

আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩৮ জন। এদের মধ্যে পুরুষ ৩২ জন এবং নারী ৬ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল এক হাজার ২০৯ জনে।

আইইডিসিআরের তথ্যানুযায়ী, হাসপাতাল ও বাসায় চিকিৎসা নিয়ে আরো ১৫ হাজার ২৯৭ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট ৩৪ হাজার ২৭ জন সুস্থ হলেন।

অন্যদিকে, সোমবার (১৫ জুন) দুপুরে চট্টগ্রামের সিভিল সার্জন ডা সেখ ফজলে রাব্বীর দেয়া তথ্যানুযায়ী চট্টগ্রাম জেলায় রোববার (১৪ জুন) পর্যন্ত করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ২৩৫ জনে। এদের মধ্যে ৪০২ জন সুস্থ হলেও করোনায় মারা গেছেন ১২১ জন।

এমএহক

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!