৮৮ ভরি স্বর্ণের চোরাচালানসহ রাতে এক যুবক আটক

৮৮ ভরি স্বর্ণ নিয়ে চট্টগ্রাম কোতোয়ালী থানা পুলিশের আটক হয়েছেন জোসেফ উদ্দিন রুমন নামের এক যুবক। তিনি রাঙ্গুনিয়ার উত্তর পদুয়ার জহির আহমদের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মোবাইল সেটের ব্যবসার আড়ালে স্বর্ণ চোরাচালানে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে নগরীর স্টেশন রোড় এলাকা থেকে তাকে ৮টি স্বর্ণের বার, দুইটি স্বর্ণের চেইন ও দুইটি কানের দুলসহ আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ৮৮ ভরি স্বর্ণের চোরা চালানসহ আটক রুবেল নিজেকে মোবাইল সেটের ব্যবসায়ী পরিচয় দিয়েছেন। তবে জিজ্ঞাসাবাদে তিনি স্বর্ণ পাচারে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

ওসি মহসিন আরো জানান, স্বর্ণ চোরা কারবারী দলের সদস্য রুবেল এই চক্রের আরো কয়েকজন সদস্যের নাম প্রকাশ করেছে। উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত টিম স্বর্ণ চোরাকারবারীদের আটকে নগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করছে। বিস্তারিত পরে জানানো হবে।

এফএম/এমএহক

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!