৬৫ হাজার ইয়াবাসহ একজন আটক

কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযানে ৬৫ হাজার পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর টেকনাফ (ডিএনসি) বিশেষ জোন। এ ঘটনায় আটক তিনজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (১৫ ডিসেম্বর) দুপুরে টেকনাফ ডিএনসি’র সহকারী পরিচালক সিরাজুল মোস্তফা বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, সোমবার (১৪ ডিসেম্বর) টেকনাফ পৌরসভার হাইস্কুল মাঠের পূর্বে অলিয়াবাদ এলাকা থেকে সদর ইউনিয়নের নাজির পাড়া এলাকার মৃত আবু বক্করের ছেলে মোস্তাক মিয়াকে ৫ হাজার ইয়াবাসহ আটক করা হয়। পরে তার স্বীকারোক্তিতে রাত ১১টার দিকে একই ইউনিয়নের ছোট হাবির পাড়া এলাকার হারুনের বাড়িতে অভিযান চালিয়ে মাটির নিচে লুকানো অবস্থায় ৬০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। এসময় হারুন ও তার স্ত্রী পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।

এ ঘটনায় পতালক হারুন ও তার স্ত্রীকে আসামি উল্লেখ করে জব্দ ইয়াবাসহ মোস্তাক মিয়াকে টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ডিএনসি’র এই কর্মকর্তা।

এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!