২১ আগস্টে বর্বরচিত হামলায় জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি

 

অবিলম্বে ২১আগস্টের বর্বরোচিত ঘটনার বিচারের রায় ঘোষনা করে রায় কার্যকরার দাবি জানিয়েছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ চট্টগ্রামের নেতৃবৃন্দ। 14114978_1942876262605840_4504322372385744584_o

 

 

 

সকালে নগরীর আগ্রাবাদ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কার্যালয়ে ২১আগস্ট স্মরণে আয়োজিত সভায় বক্তারা এ দাবি করেন। এসময় তারা বলেন ঘাতকরা ১৯৭৫এ বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করেছিল।

 

 

ঠিক একই কায়দায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে খুন করে বঙ্গবন্ধুর পরিবারকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল। কিন্তু ঘাতকদের সেই আশা পূরণ হয়নি।

14021742_649457261873675_6948670939482576086_n

 

 

 

সভায় বক্তব্য রাখেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড চট্টগ্রাম জোনের প্রধান প্রকৌশলী মোহাম্মদ আজহারুল ইসলাম, প্রকল্প পরিচালক আব্দুল মোত্তালিব,তত্ত্বাবধায় প্রকৌশলী প্রবীর কুমার সেন ও বিদ্যুৎ শ্রমিকলীগ চট্টগ্রাম মহানগরের সভাপতি এম এ রহিমসহ14021671_649457221873679_7016218720618626126_n সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

 

 

 

 

 

এদিকে ২১আগস্ট ইতিহাসের বর্বরোচিত গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে প্রদীপ প্রজ্জলন করেছে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ। কেন্দ্রিয় শহীদ মিনার প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে কাউন্সিলন হাসান মুরাদ বিপ্লব, কাউন্সিলর নাজমুল হক ডিউক, কেন্দ্রিয় ছাত্রলীগ নেতা ইয়াছির আরাফাতসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

২১ আগস্টে বর্বরচিত হামলায় জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানায় তারা।

 

রিপোর্ট : সুমন কুমার দে

এ এস / জি এম এম / আর এস  পি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!