হালদায় বালু উত্তোলনে ৩ বাল্কহেড মালিকের বিরুদ্ধে মামলা দিল নৌ পুলিশ

দুইজন আটক, ১৫ হাজার মিটার ভাসান জাল জব্দ

নিষেধাজ্ঞা অমান্য করে হালদা নদীর চান্দগাঁও থানার মোহরার অংশে বাল্কহেড দিয়ে বালু উত্তোলন করার সময় দুই ব্যক্তিকে আটক করেছে সদরঘাট নৌ-পুলিশ। একইসঙ্গে পলাতক ৩ বাল্কহেড মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

আটককৃতরা হল ভোলা সদরের পশ্চিম ইলিশা গ্রামের মো. শাহ আলমের ছেলে সুকানি মো. সেলিম (৩০) ও চরফ্যাশন থানার আমিনাবাদের মো. সালাউদ্দিনের ছেলে মো. শাহিন (২২)।

রোববার (২৬ জুলাই) সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত হালদা ও সংযুক্ত খালে এ অভিযান চালানো হয়। অভিযানে ১৫ হাজার মিটার জব্দকৃত ভাসান জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

পলাতক ৩ বাল্কহেড মালিক হল বোয়ালখালীর কদুরখীল ২ নম্বর ওয়ার্ডের শরীফের ছেলে মো. মোকশেদ (৩৫), রাউজানের মাজারপাড়ার ইয়াকুব আলীর ছেলে মো. বাঁচা মিয়া (৪৫) ও হাটহাজারীর সৈয়দ কোম্পানি বাড়ির দানু মিয়ার ছেলে মো. শাহদাৎ হোসেন ছোটন (২৮)।

আরএ/এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!